Advertisement
Advertisement
KMC

স্বাস্থ্যসাথীর থেকেও ৬২% কম, নামমাত্র খরচে সিটি স্ক্যানের ব্যবস্থা করল কলকাতা পুরসভা

বেসরকারি ল্যাবের তুলনায় অর্ধেকেরও কম খরচে পরিষেবা দেবে কলকাতা পুরসভার নতুন ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার।

KMC provides city scan facility, cost much lower than swasthya sathi | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:January 6, 2024 10:58 am
  • Updated:January 6, 2024 11:14 am

অভিরূপ দাস: ন‌্যায‌্যমূল্যের ওষুধের দোকানের মতো এবার ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার। পরিষেবা মিলবে একই। খরচ লাগবে অর্ধেকেরও কম। বেসরকারি ল‌্যাবরেটরির তুলনায় অর্ধেকেরও কম খরচে চিকিৎসা পরিষেবা দেবে কলকাতা পুরসভার নতুন ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার। কলকাতা পুরসভা সূত্রে খবর, আপাতত সেখানে সিটি স্ক‌্যান এবং এমআরআই পরিষেবা মিলবে। ধীরে ধীরে শুরু হবে ডিজিটাল এক্স রে, আলট্রাসোনোগ্রাফি।

কতটা কম খরচ? কলকাতা পুরসভার মুখ‌্য স্বাস্থ‌্য আধিকারিক ডা. সুব্রত রায়চৌধুরী জানিয়েছেন, স্বাস্থ‌্যসাথীর থেকেও ৬২ শতাংশ কম খরচে পরিষেবা মিলবে এই ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারে। এমনিতেই স্বাস্থ‌্যসাথীতে নামমাত্র খরচ। তার থেকেও কম খরচে ডায়াগনস্টিক সেন্টার! স্বাস্থ‌্যসাথী কার্ডে হোল অ‌্যাবডোমেন অথবা সম্পূর্ণ পেটের সিটি স্ক‌্যান করাতে খরচ হয় ১৭৪০ টাকা। তার থেকেও ৬২ শতাংশ ছাড়! অর্থাৎ মাত্র ৬৬২ টাকায় করানো যাবে পেটের সিটি স্ক‌্যান। শুধুমাত্র আপার অ‌্যাবডোমেন অথবা লোয়ার অ‌্যাবডোমেনের সিটি স্ক‌্যান করাতে স্বাস্থ‌্যসাথী কার্ডে খরচ ৮৭০ টাকা। সেখানেও মিলবে ৬২ শতাংশ ছাড়। অর্থাৎ মাত্র ৩৩১ টাকায় করানো যাবে তলপেট কিংবা উপরের পেটের সিটি স্ক‌্যান। এই ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারে কোমর অথবা ঘাড়ের সিটিস্ক‌্যানও করানো যাবে।

Advertisement

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টের এজলাসে হুইস্কির বোতল আনলেন আইনজীবী! তাজ্জব প্রধান বিচারপতি]

আপাতত সিটি স্ক‌্যান, এমআরআই শুরু হলে আগামী দিনে ডিজিটাল এক্স রে, আলট্রাসোনোগ্রাফিও হবে এই ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারে। সেটাও সেই ৬২ শতাংশ ছাড়ে। এখন সাধারণ এক্স রে করাতে স্বাস্থ‌্যসাথী কার্ডে খরচ ১০০ টাকা। সেটা এই ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারে হবে মাত্র ৩৮ টাকায়। ডিওডেনামের এক্স রে করানো যাবে মাত্র ৩৪২ টাকায়।

মেয়র পারিষদ (স্বাস্থ‌্য) অতীন ঘোষ জানিয়েছেন, যাঁরা চিকিৎসা করাতে আসবেন এই ফেয়ার প্রাইজ ডায়াগনস্টিক সেন্টারে, তাঁদের স্বাস্থ‌্যসাথী কার্ড নিয়ে আসতে হবে। আগামী ১০ জানুয়ারি ৭৭ নম্বর ওয়ার্ডে উদ্বোধন হবে এই ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারের। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় জানিয়েছিলেন, শহরের প্রান্তিক মানুষদেরও যথাযথ চিকিৎসা দিতে হবে। তাঁর চিন্তাকে বাস্তব রূপ দিতেই এই ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার। ১৭/১ মনসাতলা লেনের এই ডায়াগনস্টিক সেন্টার আপাতত পরিচালনা করবে রিলায়েবেল ডায়াগনস্টিক বলে একটি সংস্থা। উদ্বোধনে হাজির থাকবেন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়, স্বাস্থ‌্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ, স্থানীয় বরো চেয়ারম‌্যান দেবলীনা বিশ্বাস।

[আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্বে বুদ্ধই, জানাল উচ্চশিক্ষা দপ্তর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement