অভিরূপ দাস: বেঁচে থাকলে কংগ্রেসে প্রার্থীরা যাঁর আর্শীবাদ নিতে যেতেন। যাঁর নির্দেশ মেনেই তৈরি হত প্রচারের ব্লু প্রিন্ট। নির্বাচনের (KMC Election) সপ্তাহ খানেক আগে তাঁর বাড়ির সামনে একটা পতাকারও দেখা নেই। খোঁজ নেই কোনও কংগ্রেস নেতারও। কারণ তিনি আজ অতীত। বর্তমান তাঁর পুত্র। যিনি তাঁর বাবার স্নেহাস্পদ কংগ্রেস প্রার্থীদের পরাজয় চাইছেন। প্রয়াত কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায় পুত্র অভিজিৎ বলছেন, কোথায় কংগ্রেস? পুরভোটে সমস্ত ওয়ার্ডেই জিতবে তৃণমূল।
ঢাকুরিয়া ব্রিজের নিচ থেকে বাঁ হাতের রাস্তাটাই কবি ভারতী সরণী। দক্ষিণ কলকাতার সবচেয়ে বড় নিপোজান বৌদ্ধ মন্দির। ঠিক তার আগেই ঝাঁ চকচকে আবাসনটা। ঠিকানা ৬০/২/৭ কবি ভারতী সরণি। মেঘ রঙের সে অট্টালিকার দু’তলায় আজকের দিনে পা রাখা যেত না। প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) বাড়ি বলে কথা। সেগুন কাঠের দরজার বাইরে থিকথিক করত অগণিত ভক্তের ভিড়।
ফি বছর ১১ ডিসেম্বরের জন্মদিনে খাওয়ার সঙ্গে চলত পুরনো দিনের বন্ধুদের সঙ্গে আড্ডা। জাতীয় স্তরের নেতারা তো বটেই, স্থানীয় কংগ্রেস নেতারাও হত্যে দিতেন দরজায়। একবার তাঁর পা ছুঁয়ে আর্শীবাদ নিতে ধাক্কাধাক্কি, ঠ্যালাঠেলি। ২০২০ সালের আগস্ট মাসে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রাক্তন রাষ্ট্রপতির। ১৯৬৯ থেকে ২০০২ টানা রাজ্যসভার সদস্য প্রণববাবুর বাড়ি কলকাতা পুরসভার ৯০ নম্বর ওয়ার্ডে। অভিজিতের কথা শুনে হতাশ সে ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী অদিতি চট্টোপাধ্যায়।
তাঁর কথায়, যে মানুষটা কংগ্রেসের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁর ছেলেই কংগ্রেসের বিরোধিতা করছেন। কলকাতা নয়, বাবার জন্মদিনের অনুষ্ঠান জঙ্গিপুরেই করছেন অভিজিৎ। অদিতি জানিয়েছেন, “প্রণববাবু কারও একার নন। আমরা কংগ্রেস কর্মীরাও ওঁর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করব।” ১৪ ডিসেম্বর কলকাতায় আসছেন অভিজিৎ। জানিয়েছেন, তৃণমূলের প্রার্থীদের হয়েই প্রচার করবেন। অভিজিতের দাবি, আসন্ন পুরসভা নির্বাচনে (Kolkata Civic Polls) বিপুল ভোটে জয় পাবেন তৃণমূল প্রার্থীরা। কারণ বাংলায় উন্নয়নের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
৯১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সমীর সাহার কথায়, অভিজিতের মন্তব্য অত্যন্ত দুঃখজনক। তিনি আসলে তৃণমূলে গিয়েছেন লাভের আশায়। প্রণববাবু এমন মানুষ ছিলেন না। অভিজিৎ যখন তৃণমূলকে সমর্থন করছেন, কংগ্রেস প্রার্থীরা বলছেন, একটু বৃষ্টিতে জল জমে যায় ঢাকুরিয়ার কমলা পার্কে। নিকাশি ব্যবস্থার অবস্থা অত্যন্ত সঙ্গীন। সে সব না দেখে প্রণববাবুর ছেলে বলছেন তৃণমূল জিতবে। অদ্ভুত!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.