রূপায়ণ গঙ্গোপাধ্যায়: কলকাতা পুরভোটের (KMC Election) বাদ্যি বেজে গিয়েছে। জোরকদমে চলছে প্রচারও। এর মাঝেই কলকাতা পুরভোটের ইস্তেহার প্রকাশ করল বঙ্গ বিজেপি (BJP)। সেই ইস্তেহারে অবশ্য তৃণমূলের একাধিক কর্মসূচিরই পুনরাবৃত্তি রয়েছে।
কলকাতার স্বাস্থ্য থেকে নিরাপত্তা, পরিবেশ থেকে সংস্কৃতি সমস্ত ক্ষেত্রে উন্নতির একাধিক প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। রয়েছে দুর্গাপুজোকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার জন্য বিশেষ পরিকল্পনাও।
এক ঝলকে দেখে নিন বিজেপির পুরভোটের ইস্তেহারের প্রতিশ্রুতিগুলি:
আনুষ্ঠানিক প্রকাশের আগেই ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর হাতে এসে পৌঁছেছিল গেরুয়া শিবিরের নির্বাচনী ইস্তেহার। প্রসঙ্গত, সোমবার রাতে পাঁচতারা হোটেলে বিজেপি প্রার্থীদের নিয়ে বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhiakri)। সকলে তাঁর কাছে আলাদা করে সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা জানান, প্রচারের জন্য কর্মী, সমর্থক পাওয়া যাচ্ছে না। মণ্ডল সভাপতিরা নামছে না। সেই বৈঠকেই ইস্তেহার নিয়ে আলোচনা হয়।
রইল বিজেপির কলকাতা পুর নির্বাচনী ইস্তেহার
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.