Advertisement
Advertisement
Ganga Aarti

১০৮ প্রদীপ জ্বালিয়ে আরতির পরিকল্পনা, কলকাতার ঘাট সাজাতে বারাণসী যাচ্ছেন পুরকর্তারা

মেয়র পারিষদ জানিয়েছেন, যে ধরনের আধুনিক আলোর ব্যবস্থা করা হবে তা বারাণসীতেও নেই।

KMC officials are going to Varanasi to see Dashashwamedh Ghat | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 21, 2022 10:43 am
  • Updated:December 21, 2022 12:13 pm  

অভিরূপ দাস: অনুকরণ নয়। হুবহু ওরকমই। যেন এক লহমায় মনে হয় দশাশ্বমেধেই দাঁড়িয়ে। বাজেকদমতলা ঘাটে গঙ্গা আরতি শুরু করার আগে বেনারস উড়ে যাচ্ছেন মেয়র পারিষদ-সহ, পুর কমিশনার-সহ আধিকারিকরা। শেষ বারের মতো মিলিয়ে নেওয়া হবে নকশা। যেমনটা থাকে বেনারসে তেমনটাই থাকবে কলকাতার গঙ্গার ঘাটে।

Kolkata-Ganga-Arati-1

Advertisement

মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চেয়েছিলেন, উত্তরপ্রদেশের বারাণসীর মতো কলকাতায় গঙ্গার ঘাটে আরতির ব্যবস্থা করতে হবে। এর পরেই মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং গঙ্গার একাধিক ঘাট পরিদর্শন করেন। তার থেকে বেছে নেওয়া হয় বাজেকদমতলা ঘাটকে। শতাব্দীপ্রাচীন গঙ্গার ঘাটে আরতি কেমন হবে? তার স্কেচ তৈরি করেছেন অভিষেক সিং। সেই নকশা মেনেই তৈরি হচ্ছে গঙ্গা আরতির প্রস্তুতি।

তৈরি হয়ে গিয়েছে ইস্পাতের বেদি। টানা ষোলোটি ইস্পাতের বেদি থাকবে ঘাটে। সেই বেদির উপর দাঁড়িয়েই হাতে একশো আটটা করে প্রদীপ তুলে নেবেন পুরোহিতরা। একদিকে থাকবে গাঁদা ফুলের বিছানা। অন‌্যদিকে দর্শকদের জন‌্য বসার ব‌্যবস্থা। স্কেচে দেখা যাচ্ছে, গঙ্গায় বিশেষ নৌকার ব‌্যবস্থা করা হবে। নৌকাবিহার করেও আরতি দেখতে পারবেন ইচ্ছুকরা। মেয়র পারিষদ জানিয়েছেন, ঘাটে যে ধরনের আধুনিক মানের আলোর ব্যবস্থা করা হবে তা বারাণসীতেও নেই।

[আরও পড়ুন: বঙ্গে ফের শীতের আমেজ, কলকাতার তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে, বড়দিনে কেমন থাকবে আবহাওয়া?]

কিছু স্টলও থাকবে। সেখান থেকে ঠাকুরের ফুল, মালা, ধূপকাঠি, কিনতে পারবেন দর্শকরা। মেয়র পারিষদ তারক সিং জানিয়েছেন, বেনারসে গিয়ে প্রাথমিক নকশা করা হয়েছে। সেই মতোই এগোচ্ছে কাজ। দ্বিতীয়বার বেনারস গিয়ে সরেজমিনে দেখা হবে সন্ধে‌বেলায় কেমন ব‌্যবস্থা থাকে সেখানে। মেয়র পারিষদের কথায়, কলকাতার এই গঙ্গা আরতি (Ganga Aarti) জাঁকজমকে বেনরসকেও ছাপিয়ে যাবে।

পুরসভা সূত্রের খবর, মেয়র পারিষদ তারক সিং ছাড়াও বেনারস যাচ্ছেন, পুর কমিশনার বিনোদ কুমার, পি কে দুয়া (ডিরেক্টর জেনারেল), এবং প্রদীপ সামন্ত। বাজেকদমতলা ঘাটে স্থায়ী নির্মাণ কাজ করা যাবে না। সেদিকটাও নজরে রেখেছে পুরসভা (KMC)। মেয়র পারিষদ তারক সিং জানিয়েছেন, আর সাতশো কিলোমিটার পেরিয়ে বারাণসী যাওয়ার প্রয়োজন নেই। এই তিলোত্তমাতেই দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি মানুষকে সম্মোহিত করে দেবে।

উল্লেখ‌্য, গঙ্গা আরতির জন্য নিমতলা ঘাট, মিলেনিয়াম পার্কের ঘাট-সহ একাধিক ঘাট পরিদর্শন করা হয়েছিল। শেষমেশ বাজেকদমতলা ঘাটকেই বাছা হয়েছে। শহরে এই গঙ্গা আরতির উদ্বোধন করবেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: ‘বেআইনি প্রমাণ হলে ৩০ হাজার চাকরি প্রশ্নের মুখে পড়বে’, নিয়োগ দুর্নীতিতে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement