Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রীর নির্দেশে ব্যাঙ্কের সামনে পুরসভার জলসত্র

এই ব্যবস্থার ফলে মানুষ যে দারুণভাবে উপকৃত হয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না৷

KMC Makes Arrangement of Drinking Water infront Of Banks in City
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 13, 2016 5:28 pm
  • Updated:November 13, 2016 5:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকা তুলতে বা জমা দিতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তির খোঁজখবর নিতে শনিবারই পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী৷ শরৎ বোস রোড ও চৌরঙ্গির একাধিক এটিএম ও ব্যাঙ্ক ঘুরে দেখেন তিনি৷ কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে৷ আর তারপরই মানুষের সুবিধার্থে জলের ব্যবস্থা করার নির্দেশ দেন৷ সেইমতো রবিবার বিভিন্ন ব্যাঙ্কের সামনে দেখা গেল পুরসভার জলসত্র৷

গোড়া থেকেই নোট বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কালো টাকার বিরোধিতা করলেও সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেবেই তাঁর এই অবস্থান বলেও স্পষ্ট করেছেন৷ শনিবার অনেকের সঙ্গে কথা বলেন তিনি৷ খুচরো নিয়ে যেমন কেউ নালিশ করেন, তেমন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থতার কথাও বলেন অনেকে৷ তারপরই জলের ব্যবস্থা করা উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী৷ তাঁর নির্দেশে এদিন শহরের বিভিন্ন ব্যাঙ্কের সামনে দেখা যায় পুরসভার জলের ব্যবস্থা৷

Advertisement
নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র

রবিবারও ব্যাঙ্কগুলির সামনে দীর্ঘ লাইন৷ সোমবার ব্যাঙ্ক বন্ধ থাকার আশঙ্কায় এবং আজ ছুটির দিন হওয়ায় সুযোগ হাতছাড়া করতে চাননি কেউই৷ ভোগান্তি সহ্য করেও নিদারুণ হয়ে লাইনে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে মানুষকে৷ আর তার মাঝে অন্তত গলা ভেজানোর মতো জল পেয়ে খুশি অনেকেই৷ এর আগে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হওয়ারও খবর পাওয়া গিয়েছিল৷ কিন্তু রবিবার এই ব্যবস্থার ফলে মানুষ যে দারুণভাবে উপকৃত হয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement