Advertisement
Advertisement

Breaking News

KMC

ফুটপাথেও চলছে বেআইনিভাবে উপার্জন! কড়া শাস্তির সিদ্ধান্ত কলকাতা পুরসভার

বাতিল করা হতে পারে লাইসেন্সও।

KMC is may distribute the certificate of vending to hawkers | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 11, 2023 11:12 am
  • Updated:January 11, 2023 12:49 pm  

অভিরূপ দাস: বাড়ি ভাড়া দিলেন একজনকে। ক’দিন বাদে গিয়ে দেখলেন সে আরেকজনকে ভাড়াটে বসিয়ে কেটে পড়েছে। অচেনা ভাড়াটের টাকা তার পকেটে যাচ্ছে। কলকাতার ফুটপাথে অনেক হকারও এমনটা করছেন বলে অভিযোগ। তাঁরা নিজেদের ডালা অন‌্যকে দিয়ে ভাড়া গুনছেন। তবে আর নয়। ফুটপাথের ডালা ভাড়া খাটানো যাবে না। মঙ্গলবার হকার নিয়ে কড়া সিদ্ধান্ত জানাল কলকাতা পুরসভা।

টেবিল যিনি নিয়েছেন তাঁর পাত্তা নেই। ব‌্যবসা করে বেরোন অন‌্য লোক। একটা দু’টো নয়। শহরজুড়ে এমন অভিযোগ অগুনতি। দেখা গিয়েছে, পুরসভার খাতায় কলমে হকার অনেক। কিন্তু আদৌ হকারি করেন না। আদতে নিজের টেবিল অন‌্যকে ভাড়া দিয়ে টাকা গুনছেন। ধরা পড়লেই এমন ভুয়ো হকারদের ভেন্ডিং লাইসেন্স বাতিল করা হবে। মঙ্গলবার কলকাতা পুরসভায় মেয়র পারিষদ দেবাশিস কুমারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয় টাউন ভেন্ডিং কমিটির। হাজির ছিলেন হকারনেতা শক্তিমান ঘোষ। বৈঠক শেষে মেয়র পারিষদ জানিয়েছেন, এবার থেকে টাউনভেন্ডিং কমিটির সদস‌্যরা অতর্কিতে হানা দেবেন শহরের হকার বাজারগুলোতে। যদি দেখা যায় কেউ নিজে টেবিল নিয়ে, অন‌্যকে ভাড়া দিয়ে রোজগার করছেন। অবিলম্বে তাঁর ভেন্ডিং লাইসেন্স বাতিল করা হবে।

Advertisement

[আরও পড়ুন: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ এক তারকা-সহ ২ BJP বিধায়কের, তুঙ্গে দলবদলের জল্পনা]

এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও। আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই প্রতিটি হকারকে সরকারি অনুমতিপত্র দেওয়া হবে। বিধায়ক তথা টাউনভেন্ডিং কমিটির চেয়ারম‌্যান দেবাশিস কুমার জানিয়েছেন, এই কাগজ আদতে এনলিস্টমেন্ট। শহরে কতজন হকার রয়েছে এবার থেকে তার একটা সঠিক হিসেব থাকবে পুরসভার কাছে। একাধিকবার পুরসভার কাছে অভিযোগ এসেছে ফুটপাথ দখল করে বসে পড়েছে হকার। এমন শংসাপত্র বিলি করার পর তেমনটা হওয়ার সম্ভাবনা নেই। দেবাশিস কুমার জানিয়েছেন, এটা ভেন্ডিং সার্টিফিকেট। হুটহাট কেউ বসতে পারবেন না। এই সার্টিফিকেট যাঁর কাছে থাকবে না আইনত তাঁর হকারি করার অনুমতি নেই।

কুড়িজন ভেন্ডিং লাইসেন্সের আবেদন করেছিল। সেই আবেদনপত্র খতিয়ে দেখেছে টাউন ভেন্ডিং কমিটি। প্রাথমিক ভাবে সেই ২০ জনের হাতে তুলে দেওয়া হল ভেন্ডিং সার্টিফিকেট। তবে চাইলেই মিলবে না সার্টিফিকেট। শহরে হকারি করার কিছু শর্ত রয়েছে। ফুটপাথের তিনভাগের একভাগ জায়গা দখল করা যাবে, রাস্তার দিকে মুখ করে দোকান বসানো যাবে না। ব‌্যবহার করা যাবে না প্লাস্টিক। পুরসভা সূত্রের খবর সমস্ত শর্ত মেনে হলফনামা জমা দিলেই ভেন্ডিং সার্টিফিকেট পাবেন হকার। খাবারের স্টল যাঁরা দিচ্ছেন কোনওভাবেই তা লম্বায় পাঁচফুট চওড়ায় তিনফুটের বেশি হবে না। অন‌্যান‌্য স্টলের সর্বোচ্চ মাপ হবে ছয়ফুট বাই চারফুট।

[আরও পড়ুন: ‘এভাবে বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করা যাবে না’, এজলাস বয়কট নিয়ে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement