Advertisement
Advertisement
KMC Election

KMC Election: ফিরহাদ-অতীন-দেবাশিসে ভরসা, পুরভোটে তৃণমূলের প্রার্থী হচ্ছেন ৬ বিধায়ক

জল্পনা থাকলেও মনোনয়ন পেলেন না বাবুল সুপ্রিয়।

KMC Election: TMC will depend on Firhad Hakim, Atin Ghosh and four others in Kolkata Municipal Election
Published by: Sucheta Sengupta
  • Posted:November 26, 2021 6:33 pm
  • Updated:November 26, 2021 8:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা পুরসভার কাজ সামলাতে অভিজ্ঞ, পুরনো সৈনিকদের উপরেই ভরসা রাখল তৃণমূল (TMC)। পুরপ্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)-সহ মেয়র পারিষদ দেবব্রত (মলয়) মজুমদার (Debabrata Majumder), অতীন ঘোষ (Atin Ghosh), দেবাশিস কুমার (Debashis Kumar)  – পুর পরিষেবায় দক্ষ এই চার বিধায়ককে ফের পুরভোটের (KMC Election) টিকিট দিচ্ছে দল। লড়াইয়ের সুযোগ পাচ্ছেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়ও। শুক্রবার সন্ধেবেলা সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। জল্পনা থাকা সত্ত্বেও কলকাতা পুরসভার ভোটে প্রার্থী হতে পারলেন না বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়।

Advertisement

শুক্রবার সকাল থেকেই কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, নিজের বাসভবনে প্রার্থীতালিকা নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), ভোটকৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishore), দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, পরিবহণ মন্ত্রী তথা কলকাতার বর্তমান পুরপ্রশাসক ফিরহাদ হাকিম-সহ দলের শীর্ষ নেতৃত্ব।

[আরও পড়ুন: রাজ্য বিজেপির সদর দপ্তরে ইঁদুরের দৌরা ত্ম্য, দরকারি নথির দফারফা! মাথায় হাত নেতাদের]

এদিন সন্ধেবেলা সাংবাদিক বৈঠক করে দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, ১৪৪ টি ওয়ার্ডে ৮৭ জনই পুরনো প্রার্থী। নতুন মুখ ৪২ জন। বাদ পড়েছেন ৩৯। এর মধ্যে ৫৫ শতাংশ পুরুষ প্রার্থী, বাকি ৪৫% মহিলা।  ১৯ জন প্রার্থী তফসিলি জাতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের। আসানসোলের দু’বারের সাংসদ বিজেপি থেকে তৃণমূলে আসা বাবুল সুপ্রিয়র নাম নিয়ে জল্পনা থাকলেও তাঁকে পুরভোটের (KMC Election) টিকিট দেওয়া হয়নি। বাদ পড়েছেন শান্তনু সেনও। এনিয়ে তাঁর এতটুকুও আক্ষেপ নেই বলে জানিয়েছেন তিনি। 

[আরও পড়ুন: Kolkata Municipal Election 2021: ১২০টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের, একঝলকে দেখে নিন তালিকা]

এদিন বৈঠকের শুরু থেকেই একাধিক জল্পনা তৈরি হয়েছিল তৃণমূলের (TMC) প্রার্থীতালিকা ঘিরে। সূত্রের খবর, মহিলা ও যুব সমাজকে প্রাধান্য দিয়েই প্রার্থীতালিকা তৈরি হয়েছে। সম্প্রতি দিল্লি সফর থেকে ফিরেই উচ্চপর্যায়ের বৈঠক করে সেই তালিকায় সিলমোহর দিলেন তৃণমূল নেত্রী। সবমিলিয়ে, ছোট লালবাড়ির লড়়াইয়ের প্রার্থী তালিকায় একাধিক চমক রয়েছে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement