অভিরূপ দাস: রবিবার কলকাতা পুরসভার ভোটপর্ব (Kolkata Municipal Election) মিটেছিল নির্বিঘ্নেই। মঙ্গলবার ফলপ্রকাশের দিন সকাল গড়াতেই অশান্ত পরিস্থিতি তৈরি হল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের গণনাকেন্দ্রের সামনে। নেতাজি ইন্ডোর চত্বরে হাতাহাতি, বচসায় জড়ালেন কংগ্রেস (Congress) ও তৃণমূল (TMC) কর্মী, সমর্থকরা। ছেঁড়া হয়েছে তৃণমূলের পতাকা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তা সামলাতে নামে বিশাল পুলিশ বাহিনী। রাজনৈতিক অশান্তির জন্য কংগ্রেসকেই দায়ী করে তৃণমূল।
মঙ্গলবার ভোটগণনার শুরু থেকে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ গণনাকেন্দ্র নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভিড় জমেছিল তুলনায় খানিকটা বেশি। তৃণমূল, কংগ্রেস, বিজেপি – সব দলের সমর্থকরা জমায়েত করেছিলেন। বরো ৩,৪,৫,৬ নম্বরের গণনা চলছে এই কেন্দ্রে। বেলা বাড়তেই ফলাফল প্রকাশ্যে আসতে থাকে। দেখা যায়, ৪৫ নং ওয়ার্ড থেকে জিতেছেন দীর্ঘদিনের কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক (Santosh Pathak)। অভিযোগ, তিনি সমর্থকদের নিয়ে গণনাকেন্দ্র থেকে বেরোতেই দু’পক্ষের সমর্থকদের মধ্য়ে বচসা বাঁধে। তা ধীরে ধীরে হাতাহাতির চেহারা নেয়। রাস্তায় তৃণমূলের ছেঁড়া পতাকা পড়ে থাকতে দেখা যায়।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিলই। তাঁরাই অশান্তির খবর পেয়ে ছুটে যায়। দু’পক্ষকে শান্ত করতে বেশ বেগ পেতে হয়। গণনাকেন্দ্রের সামনে এই ঘটনায় দায়ী কংগ্রেস। এমনই অভিযোগে সরব তৃণমূল প্রার্থী এবং সমর্থকরা। তাঁদের অভিযোগ, একটি ওয়ার্ডে জিতে অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে হিংসাত্মক হয়ে উঠেছে কংগ্রেস। তার জেরেই এই অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। কংগ্রেস সমর্থকদের পালটা দাবি, তৃণমূল প্রার্থী হার স্বীকার করতে না পেরেই এমন বচসায় জড়ালেন। তবে অশান্তির জন্য যে পক্ষই দায়ী হোক, পুরসভার ভোটে গণনা চলাকালীন কেন্দ্রের সামনে এমন অশান্তি নজিরবিহীন বলেই মত ওয়াকিবহাল মহলের একাংশের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.