অর্ণব আইচ: কলকাতা পুরভোটে (Kolkata Municipal Election) কারচুপির অভিযোগ পাওয়ামাত্রই তৎপর কলকাতা পুলিশ। বুথে ঢুকে একাধিকবার ভোট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক। বড়তলা থানার পুলিশ তাকে পাকড়াও করেছে। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। যদিও কারচুপির অভিযোগ অস্বীকার করেছে ধৃত যুবক। অভিযুক্তকে বুধবার তোলা হবে আদালতে। তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ।
গত রবিবার কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ছিল ভোটাভুটি। ওইদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। তাতে দেখা যায়, বুথের ভিতরে ঢুকে একাধিকবার ভোট দিচ্ছে এক যুবক। ওই ভিডিও টুইট করেন বিজেপি নেতা অমিত মালব্যও (Amit Malviya)।
This is how voting has happened in KMC polls.
No functional CCTV cameras.
No police protection.
No EC officials.
No VVPAT.
No CAPF deployment. Both SC and HC turned down the pleas.
Movement of voters and BJP leaders restricted by Kolkata police.Well done, Mamata Banerjee. pic.twitter.com/QptQDqIrgM
— Amit Malviya (@amitmalviya) December 19, 2021
এই ভিডিওটি নজরে আসামাত্রই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ (Kolkata Police)। কারচুপির অভিযোগের তদন্তে নেমে পুলিশ জানতে পারে ভিডিওতে যে যুবককে দেখতে পাওয়া গিয়েছে তার নাম গৌরব দাস। অরবিন্দ সরনির বাসিন্দা। মঙ্গলবারই তাকে গ্রেপ্তার করে বড়তলা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ৪১৯, ৪২০, ১৭১ এফ ধারায় মামলা রুজু করা হয়েছে।
রাতভর জেরা করা হয় অভিযুক্তকে। পুলিশের দাবি, জেরায় ভোটে কারচুপির অভিযোগ অস্বীকার করেছে ধৃত গৌরব। তার দাবি, পুরভোট শুরুর আগে মক পোলিং চলছিল। সেই সময় একাধিকবার ভোট দিয়েছিল সে। ওই মক পোলিংয়ের ভিডিও করা হয়। এবং সেটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ তার দাবি খতিয়ে দেখছে। বুধবারই ধৃতকে আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার ভাবনা পুলিশের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.