রূপায়ণ গঙ্গোপাধ্যায়: কলকাতা পুরভোটে (Kolkata Municipal Election 2021) ব্যাপক ‘হিংসা’ হয়েছে বলেই দাবি বঙ্গ বিজেপির। আর তাই পুনর্নির্বাচনের আরজি গেরুয়া শিবিরের। যদিও সেই দাবি ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিরোধীরা। এই পরিস্থিতিতে আন্দোলনকে আরও জোরাল রূপ দিতে ফের পথে নামতে চলেছে গেরুয়া শিবির। সোমবার দুপুর তিনটে থেকে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তারা।
বিজেপির (BJP) সদর দপ্তর থেকে শুরু হবে মিছিল। ধর্মতলার দিকে এগনোর কথা। তবে কোথায় গিয়ে মিছিল শেষ হওয়ার কথা, সে বিষয়ে এখনও বিজেপির তরফে স্পষ্ট করে কিছু জানা যায়নি। মিছিলে কলকাতা পুরভোটের প্রত্যেক ওয়ার্ডের বিজেপি প্রার্থী এবং রাজ্য নেতৃত্বের পা মেলানোর কথা।
ভোটে ‘হিংসা’র প্রতিবাদে আন্দোলনকে আরও জোরাল করতে চায় বঙ্গ বিজেপি। সে কারণে রবিবারের পর সোমবারও পথে নামতে চলেছে গেরুয়া শিবির। আজ দুপুর তিনটে থেকে শুরু হবে কর্মসূচি। বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে কলকাতায় অশান্তির আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.