Advertisement
Advertisement

Breaking News

KMC Councilors

বন্যাদুর্গতদের পাশে কলকাতার কাউন্সিলররা, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য বামেদেরও

বন্যাত্রাণে একমাসের মাইনে দান করবেন কাউন্সিলররা।

KMC Councilors donate at CM relief fund for flood

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:September 25, 2024 10:20 pm
  • Updated:September 25, 2024 10:24 pm  

অভিরূপ দাস: মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বামেরা। বুধবার বাম সমর্থিত কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার্স অ‌্যান্ড অ‌্যালাইড সার্ভিস অ‌্যাসোসিয়েশন মেয়র ফিরহাদ হাকিমের হাতে তুলে দিল ৫০ হাজার টাকা।

দক্ষিণবঙ্গে ভয়াবহ আকার নিয়েছে বন‌্যা। পুজোর মুখে ভেসে গিয়েছে হুগলি, হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, দুই মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। নিরাপদ আশ্রয়ে মাথা গুঁজেছে লক্ষ‌াধিক মানুষ। এমতাবস্থায় বন‌্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন কলকাতা পুরসভার কাউন্সিলররাও। এদিন কাউন্সিলর শেখ মুস্তাক আহমেদ প্রস্তাব রাখেন, দক্ষিণবঙ্গে ভয়াবহ বন‌্যায় কাউন্সিলরদের দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো উচিৎ।

Advertisement

এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, নিজেদের এক মাসের মাইনে কাউন্সিলররা তুলে দেবেন কলকাতা পুরসভার মুখ‌্য সচেতক বাপ্পাদিত‌্য দাশগুপ্তর হাতে। সেই টাকা পাঠিয়ে দেওয়া হবে মুখ‌্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। এদিন চেয়ারপার্সন মালা রায় মুস্তাক আহমেদকে জানিয়েছেন, ‘‘এই মানসিকতা দেখানোর জন‌্য আপনাকে ধ‌ন‌্যবাদ।’’ প্রস্তাবের উত্তর দিতে উঠে মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, যে সমস্ত কাউন্সিলররা ত্রাণ তহবিলে অর্থ দিতে চান তারা চেক দিতে পারেন। কিম্বা মুখ‌্য সচেতককে টাকা দিতে পারেন।

ফিরহাদের কথায়, আমি পুরসভা থেকে কোনওদিন মাইনে নিই না। তবে এই প্রস্তাবে সম্মতি জানিয়ে আমি নিজের এক মাসের মাইনে দান করলাম।’’ এদিন মেয়রের এই কথায়, টেবিল বাজিয়ে সমর্থন জানায়, তৃণমূল-বিজেপি-বাম কাউন্সিলররা। এদিন বাম সমর্থিত কেএমসি ইঞ্জিনিয়ার্স অ‌্যান্ড অ‌্যালায়েড সার্ভিস অ‌্যাসোসিয়েশনকে ধন‌্যবাদ জানিয়েছেন মেয়র। কলকাতা পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যেই কলকাতা পুরসভার কাউন্সিলরদের গ্রুপে পুরসভার মুখ‌্য সচেতকের তরফে অ‌্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement