অভিরূপ দাস: আর চাকায় কাঁটা নয়। এবার বেআইনি পার্কিং এ গাড়ি রাখলেই তুলে নেওয়া হবে নম্বর প্লেটের ছবি। মুহূর্তে যা চলে যাবে পরিবহণ দপ্তর আর কলকাতা পুলিশের হাতে।
তার পর? কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, বেআইনি পার্কিং থেকে গাড়ি সরাতে হবে সাতদিনের মধ্যে। শনিবার যত্র তত্র গাড়ি পার্কিং ঠেকাতে কলকাতা পুরসভা নিয়ে এল নতুন অ্যাপ। রাজ্যের পরিবহণ দপ্তর আর কলকাতা পুলিশও এই অ্যাপে পুরসভার সহযোগী। ফলে ওয়ান উইন্ডো এই অ্যাপের সমস্ত তথ্য চলে যাবে পরিবহণ দপ্তর আর কলকাতা পুলিশের হাতেও।
শহর কলকাতায় বেআইনি পার্কিং নিয়ে নাজেহাল অবস্থা কলকাতা পুরসভার। নিয়ম অনুযায়ী ১৮ ফুটের নিচের রাস্তায় গাড়ির পার্কিং করা বেআইনি। এদিকে কলোনি এলাকার সরু রাস্তায় বেআইনি পার্কিংয়ের ঠ্যালায় রাস্তা ঝাঁট দেওয়া যাচ্ছে না। পুর আধিকারিকরা জানিয়েছেন, কলোনি এলাকায় উঠেছে একের পর এক বহুতল। কলোনি এলাকায় সেসব ফ্ল্যাটের দাম কম। স্বাভাবিকভাবেই অনেকে সস্তায় ফ্ল্যাট কিনেছেন। সেখানকার বাসিন্দাদের ধীরে ধীরে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। এখন গাড়িও কিনছেন। কিন্তু গাড়ি রাখার জায়গা নেই। রাস্তায় গাড়ি রাখার জন্য অনেকসময় ঢুকতে পারে না অ্যাম্বুল্যান্স। পুরসভার সাফাই বিভাগের কর্মীরা রাস্তা ঝাঁট দিতে পারেন না। প্রবেশ করতে পারে না জলের গাড়ি। বেআইনি পার্কিং ঠেকাতে অনলাইনে পার্কিং এর অনুমতি চালু করেছিল পুরসভা। তাতেও লাভ হয়নি।
পুরসভা সূত্রে খবর, কলকাতায় গাড়ি রয়েছে কয়েক লক্ষ। এদিকে শহরে নাইট পার্কিংয়ের অনুমতি নিয়েছে মেরেকেটে আড়াইশো। ফলে রাস্তাজুড়ে অব্যাহত বেআইনি পার্কিং। এতদিন রাস্তায় বেআইনি পার্কিং হলে চাকায় কাঁটা লাগিয়ে দিত পুরকর্মীরা। সেখানেও বিপত্তি। একাধিক ক্ষেত্রে চাকায় কাঁটা লাগালে কাউন্সিলররাই গাড়ির মালিকের হয়ে তদ্বির করেন। ‘ওকে ছেড়ে দিন।’ বেআইনি পার্কিং ঠেকাতে তাই এই নতুন ব্যবস্থা আনল পুরসভা। তৈরি হল নতুন অ্যাপ।
কীভাবে কাজ করবে তা? এবার রাস্তায় বেআইনি পার্কিং দেখলেই সেই গাড়ির ছবি তুলে নেবেন পার্কিং বিভাগের কর্মীরা। আপলোড করে দেবেন নতুন অ্যাপে। তাতে রয়েছে পরিবহণ দপ্তর আর কলকাতা পুলিশও। মেয়র ফিরহাদ হাকিম এদিন জানিয়েছেন, বেআইনি পার্কিং সরাতে ৭ দিন সময় দেওয়া হবে গাড়ির মালিককে। নয়তো নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে পরিবহণ দপ্তর-পুলিশ। নিয়ম অনুযায়ী বেআইনি পার্কিংয়ের জরিমানা ১ হাজার টাকা।
পুরসভা সূত্রে খবর, নতুন অ্যাপ লঞ্চ হওয়ার পর বিপাকে পড়বেন বেআইনি পার্কিং করা গাড়ির মালিকরা। যেহেতু পরিবহন দপ্তর-কলকাতা পুলিশও এই অ্যাপের মাধ্যমে সমস্ত তথ্য পেয়ে যাবেন রাস্তার যে কোনও সিগনালে দাঁড় করানো হবে ওই গাড়িকে। এড়িয়ে যাওয়ার উপায় থাকবে না। শুধু তাই নয়, পার্কিং বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, জরিমানার টাকা না দিলে গাড়ির ইনসিওরেন্স কিম্বা ফিটনেস সার্টিফিকেট পুনর্নবীকরণ করতে পারবেন না গাড়ির মালিক। এখন ব্যবস্থা এমনই শুধুমাত্র গাড়ির নম্বর টাইপ করলেই গাড়ির সমস্ত তথ্য চলে আসে মুহূর্তে। সে সুযোগটাই নিচ্ছে পুরসভার আধিকারিকরা। ক্রমশ বহরে বাড়ছে কলকাতা পুর এলাকা। পার্কিং বিভাগে অত কর্মী নেই। মেয়র ফিরহাদ হাকিম এদিন জানিয়েছেন, নতুন অ্যাপ আসায় পাড়ায় পাড়ায় আর চাকা লাগানোর জন্য টহল দিতে হবে না। শহরের রাস্তায় অনেক গাড়ি বেআইনি পার্কিংয়ে পড়ে রয়েছে। রাস্তা ঝাঁট দিতে পারছি না। নিকাশি নালা পরিস্কার করতে পারছি না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.