ফাইল ছবি।
দীপংকর মণ্ডল: কাউন্সিলর না হয়েও কলকাতা পুরসভার মেয়র হওয়া যাবে৷ তবে শপথ নেওয়ার ছয় মাসের মধ্যে যেকোনও একটি ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হতে হবে৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পুর আইনের সংশোধনী বিল পাশ হয়ে গেল বিধানসভায়৷ মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য শোভন চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর সাফ কথা, ‘কারও জীবনে ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে৷ সে বিষয়ে দল মাথা ঘামায় না৷ আমাদের দলে মেয়রের অভাব নেই৷’ এদিন তিনি আরও বলেন, ‘মেয়র ইস্তফা দিয়েছেন। নতুন মেয়রকে বেছে নেওয়া হবে আজই। কলকাতা পুরসভার কাউন্সিলররা তাঁদের নেতাকে বাছবেন। যোগ্য নেতাকে বাছার জন্য দরকারে বাইরে থেকে কাউকে আনা হতে পারে। তবে তাকে অবশ্যই ছয় মাসের মধ্যে ভোটে জিতে আসতে হবে।’
এদিন তিনি বলেন, ‘সরকার গঠনের আগে আমিও এমএলএ ছিলাম না। আমিও পরে মানুষের ভোটে জিতে এসেছি। বিধানসভায় এবং সংসদে সর্বত্রই নিয়ম আছে। কিন্তু পঞ্চায়েতে পুরসভায় এবং কর্পোরেশনে এই নিয়ম নেই। আমি পঞ্চায়েত মন্ত্রীকে বলেছি, জরুরি কারণে দরকার হলে এই নিয়ম চালু করা যেতে পারে। কলকাতা পুরসভার ১২২ জন যোগ্য। তবে তাঁরা আজকে বৈঠক করে তাঁদের নেতা বেছে নেবেন।’ প্রসঙ্গত, বিধানসভায় বিল পাশ হওয়ার আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিরোধিতা করেন। দিলীপবাবু বলেন, ‘কী এমন দরকার হল যে বাইরে থেকে নেতা আনতে হচ্ছে? এটা নির্বাচকদের প্রতি অনাস্থা। এবার ভোট দেওয়ার আগে ভোটাররা ভাববেন যে যাকে ভোট দিলাম, তিনি কোন পদ পাবেন তো?’ মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যের বিরোধিতা করে বলেন যে, ‘মোদি কেন প্রধানমন্ত্রী? রাজনাথ সুষমা বা জেটলি নয় কেন? কয়েকদিন আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে এম জে আকবর পদত্যাগ করেছেন কেন? কলকাতা পুরসভার মেয়র ইস্তফা দিয়েছেন। তবে আমাদের কোনও ভুল বোঝাবুঝি নেই। চাইলে আপনার ঢুকতে পারেন। কিন্তু তা পারবেন না। মানুষের নিজস্ব বিষয়ে দল ঢুকতে পারে না। আর যাঁকে তাঁকে দায়িত্ব দেওয়া যায় না।’
[ বৈশাখীকে খুনের চেষ্টা করেছিলেন রত্না, বিস্ফোরক অভিযোগ শোভনের]
নিজে আসেননি৷ বৃহস্পতিবার নিরাপত্তারক্ষীদের হাত দিয়ে কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন শোভন চট্টোপাধ্যায়৷ মেয়রের ইস্তফা নিয়ে নিজের চেম্বারে পুর কমিশনার ও পুর সচিবের সঙ্গে বৈঠক করেন চেয়ারপার্সন মালা রায়৷ বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফাপত্র গ্রহণের কথা জানিয়ে দেন তিনি৷ বলেন, ‘শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফাপত্র গ্রহণ করেছি৷ পুর আইন ও দলের সিদ্ধান্ত মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে৷’ কিন্তু, ঠিক কী কারণে ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায়? তা খোলসা করেননি পুরসভার চেয়ারপার্সন৷
এদিকে শোভন চট্টোপাধ্যায়ের জায়গায় মেয়র পদে ফিরহাদ হাকিমের নাম কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে বলে খবর৷ শোনা যাচ্ছে, ডেপুটি মেয়র পদেও বদল হবে৷ পুরসভার নয়া ডেপুটি মেয়র হবেন মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ৷ কিন্তু, বাম আমলের আইন অনুযায়ী, কাউন্সিলর না হলে কলকাতা পুরসভার মেয়র হওয়া যায় না৷ বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনের দ্বিতীয়ার্ধে পুর আইনের সংশোধনী বিল পেশ করেন পুর ও নগরোয়ন্নন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সেই বিল পাশও হয়ে যায়৷ তাহলে কি কলকাতা পুরসভার নয়া মেয়র হচ্ছেন পুর ও নগরোয়ন্নন মন্ত্রী ফিরহাদ হাকিমই? বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘আমরা যাকে মেয়র করব, সে আগে কাউন্সিলর ছিল৷ এখন জনপ্রতিনিধি৷’
[সপ্তাহ শেষে উত্তুরে হাওয়ার হাত ধরে শীত ফিরছে শহরে]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.