Advertisement
Advertisement

Breaking News

Durga Puja

দুর্ঘটনার আশঙ্কা! মহম্মদ আলি পার্কে পুজো প্যান্ডেল তৈরির কাজ বন্ধের নির্দেশ পুরসভার

আদৌ তারা পুজো করতে পারবে কি না, এই নিয়েও সন্দিহান কমিটি।

KMC asked to stop making Durga Puja Pandal at Mohammad Ali park | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:August 21, 2022 1:53 pm
  • Updated:August 21, 2022 2:55 pm  

কৃষ্ণকুমার দাস: পুজোর আর দেড় মাসও বাকি নেই। ফলে মণ্ডপ তৈরির প্রস্তুতি চলছিল পুরোদমে। কিন্তু হঠাৎই সেই মণ্ডপ বন্ধ করার নির্দেশ দেওয়া হল। যার জেরে নতুন করে সমস্যায় পড়লেন পুজোটির উদ্যোক্তারা। কথা হচ্ছে, মহম্মদ আলি পার্কের পুজোর।

কেন সেন্ট্রাল কলকাতার জনপ্রিয় এই পুজোর (Durga Puja 2022) প্যান্ডেলের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল? আসলে বিপজ্জনক পুরনো ওয়াটার রিজার্ভরের উপর মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপ তৈরি শুরু হয়েছিল। সেই কারণেই কাজ বন্ধের নির্দেশ দেয় কলকাতা পুরসভা। প্রায় তিন দশকের প্রাচীন ওই রিজার্ভরটির উপর প্যান্ডেল হলে ভিড়ের চাপে যে কোনও সময় তা ভেঙে পড়তে পারে। তাই কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় পুরসভা।

Advertisement
pandal
অনেকটাই এগিয়েছিল মণ্ডপের কাজ।

[আরও পড়ুন: ‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’, এবার মমতা-অভিষেকের যৌথ ছবি দিয়ে নতুন পোস্টার শহরে]

বস্তুত এই কারণে গত তিন বছর, আগের জায়গায় মণ্ডপ তৈরির অনুমতি দেয়নি পুরসভা। তার জন্য পাশে দমকলের জোনে এবং সিঁড়িতে তিন বছর মণ্ডপ তৈরি হয়েছে। কিন্তু এ বছর বিপজ্জনক হওয়া সত্ত্বেও ফের পুরনো জায়গায় বাঁশ বেঁধে প্যান্ডেল তৈরির কাজ শুরু করেছিল কমিটি। ঘটনাটি শনিবার দুপুরে পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগের ডিজি মৈনাক মুখোপাধ্যায়ের নজরে আসে। আর তারপরই পুজোর সময়ে যাতে বড় দুর্ঘটনা না ঘটে, তার জন্য পুরসভার কমিশনারের অনুমতি নিয়েই নির্মীয়মান মহম্মদ আলি পার্কের প্যান্ডেল বন্ধের নোটিস দিয়েছেন ডিজি। বিষয়টি কলকাতা পুলিশকেও জানিয়ে দিয়েছে পানীয় জল সরবরাহ বিভাগ। স্বাভাবিকভাবে সরকারি নিয়ম মেনে পুরসভার নিষেধাজ্ঞার জেরে এ বছরও পুরনো জায়গায় পুজো মণ্ডপ করতে পারবেন না কমিটি।

মণ্ডপ তৈরির কাজ অনেকখানি এগিয়ে যাওয়ার পরও কাজ বন্ধের নির্দেশ পাওয়ায় যথেষ্ট চিন্তিত উদ্যোক্তারা। কারণ মণ্ডপের জায়গা বদল হলে সবকিছু শূন্য থেকে শুরু করতে হবে। এ নিয়ে সোমবার বিকেলে একটি বৈঠক হওয়ার কথা পুজো কমিটির। পূজোর ভবিষ্যৎ কী হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আদৌ তারা পুজো করতে পারবে কি না, এই নিয়েও সন্দিহান কমিটি।

[আরও পড়ুন: ‘কাউকে ইস্তফা দিতে বাধ্য করা হয়নি’, বিকিনি কাণ্ডে সাফাই জেভিয়ার্স উপাচার্যের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement