Advertisement
Advertisement

Breaking News

চিনা মাঞ্জায় ফের বিপদ, মা উড়ালপুলে রক্তাক্ত বাইক চালক

একের পর এক ঘটনায় আতঙ্কিত যাতায়াতকারীরা৷

Kite string slashes biker in Maa Flyover
Published by: Sayani Sen
  • Posted:February 23, 2019 6:40 pm
  • Updated:February 23, 2019 6:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঘুড়ির চিনা মাঞ্জা সুতোয় দুর্ঘটনা ঘটল মা উড়ালপুলে৷ হেলমেট মাথায় থাকা সত্ত্বেও গাল কেটে গিয়েছে এক ব্যক্তির৷ শান্তনু বন্দ্যোপাধ্যায় নামে জখম ওই ব্যক্তি হাওড়া থেকে সল্টলেকে যাচ্ছিলেন৷ সেই সময় ঘটে দুর্ঘটনা৷ প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ রয়েছেন তিনি৷

[যাদবপুরে অব্যাহত ছাত্র আন্দোলন, রাতভর ঘেরাও সহ-উপাচার্য]

জখম শান্তনু বন্দ্যোপাধ্যায় নামে ওই যুবক হাওড়ার বাসিন্দা৷ মা উড়ালপুল দিয়ে বাইকে চড়ে প্রতিদিনই সল্টলেক যেতেন তিনি৷ সেই মতো শনিবার দুপুরেও বাইকে চড়ে অফিস যাচ্ছিলেন শান্তনু৷ মাথায় হেলমেট থাকা সত্ত্বেও সুতোয় গাল কেটে যায় তাঁর৷ তড়িঘড়ি বাইক থামিয়ে দাঁড়িয়ে পড়েন শান্তনু৷ কর্তব্যরত ট্রাফিকের সাহায্যে প্রাথমিক চিকিৎসা করা হয় তাঁর৷ আপাতত সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে গিয়েছেন শান্তনু৷ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন জখম ওই ব্যক্তি৷

Advertisement

[শিশুচোর সন্দেহে ব্যক্তিকে গণপ্রহার, কাঁকুড়গাছিতে গ্রেপ্তার ১৭]

ঘুড়ির মাঞ্জা সুতোয় এর আগেও রক্তারক্তি কাণ্ড ঘটেছে মা উড়ালপুলে৷ গত ২ ডিসেম্বর বাইকে করে মা উড়ালপুল দিয়ে যাচ্ছিলেন এসএসকেএমের এক চিকিৎসক৷ ঘুড়ির মাঞ্জা সুতোয় গুরুতর জখম হন তিনি৷ এসএসকেএমে ভরতিও হতে হয়েছিল তাঁকে৷ তার ঠিক কয়েকদিন আগে ঘটে একই ঘটনা৷ উড়ালপুল দিয়ে বাইকে করে যাওয়ার সময়ে ধারালো সুতো গলায় জড়িয়ে গিয়েছিল হাওড়ার বাসিন্দা সমর মজুমদারের৷ কোনওমতে উড়ালপুল থেকে নেমে পার্ক সার্কাসের কাছে বাইক থামান সমরবাবু৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষেরা৷ তার আগে মা উড়ালপুলে মাঞ্জা সুতো জড়িয়ে গুরুতর জখম হন ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্র৷ একের পর এক দুর্ঘটনার কারণে মাঞ্জা সুতো বিক্রিতে নিষেধাজ্ঞাও জারি করেছে প্রশাসন৷ কিন্তু তাতেও রেহাই পাচ্ছেন না বাইক আরোহীরা৷ উলটে যতদিন যাচ্ছে বাড়ছে আতঙ্ক৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement