স্টাফ রিপোর্টার: নবান্নের আকাশে ভোকাট্টা নীল-সাদা!
জিতে গেল লাল-হলুদ-কালোর তেরঙ্গা৷ মেসির ড্রিবল হার মানল মূলারের পানেনকা কিকের কছে!
ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, জাপান, ভারত ও বাংলাদেশ৷ শনিবার সকাল থেকেই ন’টি ফুটবল খেলিয়ে দেশের মধ্যে মহারণ শুরু হয়৷
জার্সি গায়ে সবাই নেমে পড়েন মাঠে থুড়ি ছাদে৷ বেলা বাড়তেই যাদবপুরের আকাশের দখল নেয় ন’টি দল৷ দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে মেসির আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুলারের জার্মানি৷
নবান্নের ছাদে লাল-হলুদ-কালোর কাছে হার মানে নীল-সাদা৷
বিজয়ীর ট্রফি হাতে নেওয়ার পর এই দীর্ঘশ্বাসই ফেলল আর্জেন্টিনা দল৷ তাত্পর্যপূর্ণ বিষয় হল, টুর্নামেন্টের আয়োজকও ছিল ‘আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব’৷ সহযোগিতায় রবীন্দ্রপল্লি যুবক সঙ্ঘ ক্লাব৷ টুর্নামেন্ট বলতে ‘সারা বাংলা ঘুড়ি প্রতিযোগিতা’৷ মকর সংক্রান্তি উপলক্ষে এই বছরই প্রথমবার এই অভিনব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল৷ গোটা এলাকা সাজিয়ে তোলা হয়েছিল রং-বেরঙের ঘুড়িতে৷ প্রতিযোগিতার উদ্বোধনে হাজির ছিলেন প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত ও স্থানীয় কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত৷
টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা উত্তম সাহা জানিয়েছেন, মকর সংক্রান্তির দিনে ঘুড়ি ওড়ানোর রেওয়াজ বহুদিনের৷ কিন্তু এই প্রজন্ম সেই সব জানেই না৷ এখন ঘুড়ি ওড়ে বিশ্বকর্মা পুজোর দিনে৷ বাঙালির পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতেই ‘ফুটবল সকার’-এর আদলে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল৷
প্রতিযোগিতা উপলক্ষে এদিন ক্লাবের আশপাশের বহুতলগুলির দখল নেয় বিভিন্ন দল৷ একটি বহুতলের নাম ‘নবান্ন’৷ সেই ছাদ থেকেই ঘুড়ি ওড়াচ্ছিল আর্জেন্টিনা ও জার্মানি৷ নিয়ম ছিল, প্রতিটি দলকেই একে-অপরের সঙ্গে লড়তে হবে৷ দুপুর দু’টো পর্যন্ত আর্জেণ্টিনাই এগিয়ে ছিল৷ ফ্রান্স, ভারত এমনকী ব্রাজিলকেও হারিয়ে দিয়েছিল৷ শেষ মুহূর্তে আর্জেন্টিনাকে সমান্য পয়েন্টের ব্যবধানে হারিয়ে বাজিমাত করে জার্মানি৷ জিতে নেয় ১০ হাজার টাকার পুরস্কার৷ রানার্স আর্জেন্টিনা ৫ হাজার টাকা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.