রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ফি বছরের ক্যালেন্ডার থেকে খানিকটা সরে ভরপুর শীতের মরশুমে শহরে শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২ (KIFF 2022)। বৃহস্পতিবার বিকেলে নন্দনে সূচনাপর্বে চাঁদের হাট। রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ছাড়াও বলিউড-টলিউডের তারকাদের উপস্থিতিতে জৌলুস বাড়ল চলচ্চিত্র উৎসবের। বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সস্ত্রীক হাজির মঞ্চে। রয়েছেন বাদশাহ শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়। টলি তারকাদের মধ্যে নজর কাড়লেন দেব, মিমি, শ্রাবন্তী, সায়ন্তিকারা। প্রতি বছরের মতো এবছরও তারকাখচিত মঞ্চে সূচনা হল ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসব। কিন্তু এই মনোজ্ঞ অনুষ্ঠানেও রাজনীতির ছোঁয়া লাগল। এমন এক অনুষ্ঠানে বাংলার তারকা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)নেই কেন? এই প্রশ্ন তুলে টুইট করলেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
KIFF is incomplete without Mithun Chakraborty. What is the point of calling superstars from other states and avoiding your own? Politics should be kept aside as far as art is concerned. @MamataOfficial
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) December 15, 2022
মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা তো শুধু বাংলার নন, গোটা ভারতেরই গর্ব। তাঁর কেরিয়ার নিয়ে সমালোচনা যতই হোক, প্রতিভা নিঃসন্দেহে ঈর্ষণীয়। অভিনয় জীবনের পাশাপাশি তিনি রাজনীতিতেও হাত পাকিয়েছেন। এই মুহূর্তে তিনি বঙ্গ বিজেপির (BJP) কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। রাজ্যের গেরুয়া সংগঠনকে উজ্জীবীত করার ভার তাঁর উপর। সদ্যই তিনি রাজনৈতিক কর্মসূচি নিয়ে ঘুরে গিয়েছেন জেলা সফরে। পাশাপাশি তিনি টলি তারকা দেবের প্রযোজনায় ‘প্রজাপতি’ সিনেমায় কাজ করেছেন। বড়দিনে তা মুক্তি পাবে। অর্থাৎ রুপোলি পর্দায়ও তাঁর উপস্থিতি যথেষ্ট উজ্জ্বল।
তো এহেন বাংলার গর্ব মিঠুন চক্রবর্তী কেন আমন্ত্রিত নন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে? এই প্রশ্ন তুলে রাজ্য সরকারকে বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর টুইট, ”মিঠুন চক্রবর্তীকে ছাড়া KIFF অসম্পূর্ণ। নিজের রাজ্যে এমন এক তারকা থাকতে কেন ভিনরাজ্যের সুপারস্টারদের আমন্ত্রণ কেন? শিল্পের উৎসবে রাজনীতিকে দূরে সরিয়ে রাখাই কাম্য।” তবে ওয়াকিবহাল মহলের একাংশের প্রশ্ন, এহেন টুইট করে সুকান্ত নিজেই কি বিষয়টিকে রাজনৈতিক রং দিলেন না?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.