Advertisement
Advertisement
শিক্ষক

মুখ্যমন্ত্রীকে খুনের চেষ্টা করছেন শিক্ষকরা! উড়ো চিঠিতে চাঞ্চল্য খিদিরপুরের স্কুলে

‘মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছেন শিক্ষকরা’, ভুয়ো চিঠিতে আতঙ্কে শিক্ষকরা৷

Khedirpur school teachers getting threat letter, probe launched
Published by: Tanujit Das
  • Posted:July 23, 2019 2:55 pm
  • Updated:July 23, 2019 2:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগ রয়েছে শিক্ষকদের! দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত তাঁরা! মুখ্যমন্ত্রীকে খুনের চেষ্টা করছেন! এহেন চাঞ্চল্যকর উড়ো চিঠি’ই নাকি এখন রাতের ঘুম কেড়েছে খিদিরপুর অ্যাকেডেমি স্কুলের শিক্ষকদের৷ তৈরি করেছে চরম আতঙ্কের পরিবেশ৷ শিক্ষকদের অভিযোগ, এই চিঠির ফলে পুলিশি হেনস্তার মুখে পড়তে হচ্ছে তাঁদের৷ ব্যক্তিগত জীবনে তৈরি হয়েছে ভয়ের পরিবেশ৷ ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ পঠন-পাঠন৷

[ আরও পড়ুন: ভিডিও পোস্টে আত্মহত্যার চেষ্টা, তা রুখে যুবকের প্রাণ বাঁচাল ফেসবুক]

Advertisement

এক শিক্ষক জানান, হঠাৎই করে একদিন এই ধরনের চাঞ্চল্যকর চিঠি আসতে শুরু করে স্কুলে৷ যেখানে নাম রয়েছে প্রধান শিক্ষক-সহ ১৩ জনের৷ ওই চিঠিগুলিতে বলা হয়, দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যোগ রয়েছে তাঁদের৷ সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত তাঁরা৷ জামাতের মতো সংগঠনের সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁদের৷ স্কুলে জেহাদি ভাবধারার প্রচার করছেন তাঁরা৷ এখানেই শেষ নয়, আরও বলা হয় যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা করছেন শিক্ষকরা৷ জানা গিয়েছে, কেবল স্কুলেই নয়, এই ধরনের বিতর্কিত চিঠি পৌঁছে গিয়েছে বিভিন্ন সরকারি দপ্তরেও৷ অভিযোগ জমা পড়েছে ওয়াটগঞ্জ থানাতে৷

শিক্ষকদের দাবি, এর ধরনের চিঠির ফলে পুলিশি হেনস্তার মুখে পড়তে হয়েছে তাঁদের৷ তদন্তের নামে মাঝে মধ্যেই স্কুলে আসছেন পুলিশ ও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা৷ ফলে খুবই ভয়ের মধ্যে রয়েছেন তাঁরা৷ ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন শিক্ষক৷ ব্যাঘাত ঘটছে স্কুলের সাধারণ পঠন-পাঠনে৷ ঠিক করে কাজে মন দিতে পারছেন না তাঁরা৷ জনৈক এক শিক্ষক জানান, ‘‘আমার বাড়ি খানাকুলে৷ চিঠিতে বলা হয়েছে, আমি নাকি সেখান থেকে ছেলে এনে, এখানে দেশবিরোধী কাজ করছি৷ জামাতের মতো সংগঠনের সঙ্গে যোগ রয়েছে আমার৷’’ আরও এক শিক্ষক জানান, ‘‘আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে৷ খুব ভয়ে দিন কাটাচ্ছি৷’’ ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত সেই সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি৷ তবে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে খবর৷

[ আরও পড়ুন:  উল্টোডাঙার পর বাঘাযতীন উড়ালপুল, স্বাস্থ্যপরীক্ষায় ধরা পড়ল ফাটল ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement