Advertisement
Advertisement

Breaking News

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার খাদি এবার রোমের পথে

আগস্টের শেষ সপ্তাহেই খাদির তৈরি জিনিস ইতালি পাড়ি দেবে৷

khadi materials will export to rome from West Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 17, 2016 11:01 am
  • Updated:June 22, 2022 2:42 pm  

স্টাফ রিপোর্টার: পশ্চিমবঙ্গের খাদি শিল্প এবার ইতালিতে৷ আগামী সেপ্টেম্বর মাসে রোমে একটি হস্তশিল্পের মেলা হচ্ছে৷ সেখানেই পশ্চিমবঙ্গের খাদিতে তৈরি সামগ্রী প্রদর্শিত হবে৷ রোমের এই হস্তশিল্প মেলায় হাওড়া বা নদিয়ার মসলিন যেমন থাকবে তেমনই বাঁকুড়ার বালুচরিও থাকবে৷ মসলিন, বালুচরির পাশাপাশি থাকবে কোচবিহারের শীতলপাটি৷ বিশ্বের বাজারে এ রাজ্যের খাদির শিল্পকে তুলে ধরতে অনেকদিন আগেই উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার আরও একবার বিশ্বের বাজারে খাদির উৎপাদিত দ্রব্য তুলে ধরতে উদ্যোগী হল রাজ্য সরকার৷

ইতালির কনসাল জেনারেল ডামিয়ানো ফ্র্যাঙ্কোভিঘ মঙ্গলবার কলকাতায় এসে খাদি গ্রামোদ্যোগ পর্ষদের কর্তাদের আশ্বস্ত করে গিয়েছেন ইতালিতে পশ্চিমবঙ্গের হস্তশিল্পকে তুলে ধরা হবে৷ এদিন কলকাতায় খাদি গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান গৌরিশঙ্কর দত্তর সঙ্গে বৈঠক করেন ইতালির কনসাল জেনারেল৷ গৌরিবাবু ডামিয়ানোকে জানান, এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর খাদির হস্তশিল্পের পুনরুজ্জীবন ঘটেছে৷ খাদির হস্তশিল্পকে বিশ্বের বাজারে তুলে ধরতেই তাঁরা খাদির তৈরি নানা জিনিস রোমের মেলায় পাঠাতে চান৷ এ রাজ্যে খাদির উৎপাদিত পণ্য দেখতে ইতালির কনসাল জেনারেল এদিন কলকাতায় খাদি গ্রামোদ্যোগ ভবনের মিউজিয়ামটিও ঘুরে দেখেন৷ মঙ্গলবার খাদির কর্তাদের সঙ্গে বৈঠকের পর ডামিয়ানো জানান, সেপ্টেম্বরের মেলায় ইতালিয়ান ও বাংলার হস্তশিল্প সহাবস্থান করবে৷ হস্তশিল্প নিয়ে বাংলার সঙ্গে ইতালি সমম্বয় রক্ষা করে চলবে৷

Advertisement

আগস্টের শেষ সপ্তাহেই খাদির তৈরি জিনিস ইতালি পাড়ি দেবে৷ প্রসঙ্গত, বর্তমানে খাদি শিল্পে কোনও লোকসান নেই৷ খাদি গ্রামোদ্যোগে প্রায় ১১ হাজার মানুষকে ঋণ দেওয়া হয়েছে৷ তিন হাজার মানুষকে মসলিন তৈরির কাজে লাগানো হচ্ছে৷ রাজ্য সরকারের এই উদ্যোগে প্রচুর মানুষ স্বনির্ভর হয়েছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement