সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনে নির্বাচন। তার আগে রাজ্য বাজেট যে জনমুখী হতে চলেছে, তা প্রত্যাশিতই ছিল। কিন্তু অর্থমন্ত্রী অমিত মিত্রর অনুপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পেশ করা রাজ্য বাজেট সব প্রত্যাশাই কার্যত ছাপিয়ে গেল। মূলত চার মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ করার কথা থাকলেও মুখ্যমন্ত্রী অনেক ক্ষেত্রেই দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানালেন। সেই সঙ্গে জানালেন গত অর্থবছরে রাজ্যের জিডিপি ২.৭ শতাংশ বেড়েছে। রাজস্ব আদায় বেড়েছে ২.৯ শতাংশ। এই অতিরিক্ত আয় থেকেই একের পর এক বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
একনজরে বাজেট হাইলাইটস:
১। তফসিলি জাতি (SC), উপজাতির (ST) জন্য ২০ হাজার পাকা বাড়ি নির্মাণ, বরাদ্দ দেড় হাজার কোটি
২। তফসিলি জাতি, উপজাতি আদিবাসীদের জন্য ১০০ টি ইংরাজি মাধ্যম স্কুল, হিন্দি, উর্দু, কুরমি ভাষায় ১০০টি স্কুল
৩। অলচিকি ভাষায় ৫০০ স্কুল, দেড় হাজার প্যারা টিচার নিয়োগ
৪। রাজবংশী ভাষায় ১০০ স্কুলকে সরকারি অনুমোদন
৫। কৃষকবন্ধু প্রকল্পে কৃষকদের বার্ষিক ভাতা ৫ হাজার থেকে বাড়িয়ে ৬ হাজার, এই প্রকল্পে ন্যূনতম সহায়তা ২ হাজার থেকে বাড়িয়ে ৩ হাজার করা হল
৬। দ্রুত কেন্দ্রকে কিষাণ সম্মান নিধি চালু করার অনুরোধ রাজ্য সরকারের
৭। চা সুন্দরী প্রকল্পের আওতায় ৩ লক্ষ চা শ্রমিককে পাকা বাড়ি
৮। নেতাজির নামে নিউটাউনে আজাদ হিন্দ স্মারক ঘোষণা, প্রতি জেলায় জয় হিন্দ ভবন, কলকাতা পুলিশে নেতাজির নামে ব্যাটেলিয়ান
৯। জুন মাসের পরও চালু থাকবে বিনামূল্যে রেশন বিলি
১০। ‘মা কিচেনে’র মাধ্যমে রাজ্যজুড়ে স্বল্পমুল্যে খাবার
১১। স্বাস্থ্যসাথী প্রকল্পে ধারাবাহিকতা, বছরের যে কোনও সময়ে করা যাবে স্বাস্থ্যসাথী কার্ড, ৩ বছর পর করা যাবে নবীকরণ
১২। বছরে দু’বার ‘দুয়ারে সরকার’, এবং ‘পাড়ায় পাড়ায় সমাধান’ প্রকল্প
১৩। প্রতিবছর দ্বাদশ শ্রেণির ৯ লক্ষ পড়ুয়া পাবে ট্যাব
১৪। পার্শ্বশিক্ষকদের বছরে ৩ শতাংশ করে বেতন বৃদ্ধি, অবসরের সময় এককালীন ৩ লক্ষ টাকা
১৫। ৬০ বছরের বেশি বয়সি প্রত্যেক নাগরিককে বার্ধক্যভাতা, ১৮ বছরের বেশি বয়সি বিধবারাও পাবেন ভাতা
১৬। দরিদ্র মাঝিদের মাসিক ১ হাজার টাকা করে ভাতা, বিভিন্ন ধর্মের উপাসনাস্থলের জন্য বিশেষ ভাতা
১৭। ৫ বছরে রাজ্যজুড়ে ৪৬ হাজার কিমি নতুন রাস্তা, সমস্ত গ্রামীণ রাস্তা জুড়বে রাজ্য সড়কের সঙ্গে
১৮। জানুয়ারি থেকে জুন পর্যন্ত সমস্ত যাত্রী পরিবাহী যানবাহনের রোড ট্যাক্স মকুব
১৯। ‘যুবশক্তি’ প্রকল্পে ১০ হাজার পড়ুয়াকে সরকারি দপ্তরে ইন্টার্নশিপের সুযোগ
২০। সরকারি অনুমোদন প্রাপ্ত মাদ্রাসাগুলিকে ৫০ কোটি টাকার অর্থ সাহায্য
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.