Advertisement
Advertisement

Breaking News

Pet bird

শখ মেটাতে বাড়িতে আর পোষা যাবে না পাখি, জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয়

আগস্টের শেষেই সম্ভবত নিয়ম লাগু হবে।

Keeping pet birds likely to be banned, says West Bengal forest minister Jyotipriyo Mullick । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 26, 2023 9:10 pm
  • Updated:July 26, 2023 9:10 pm  

নব্যেন্দু হাজরা: টিয়া-ময়না-কাকাতুয়া থেকে শুরু করে পায়রা বা অন‌্য কোনও পাখি। শখ মেটাতে বাড়িতে আর পাখি পোষা যাবে না। মূলত দেশি পাখি। বুধবার বিধানসভার অধিবেশন শেষে নিজের ঘরে বসে সেকথা জানান রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, ‘‘বন‌্য হোক বা টিয়া, কাকাতুয়ার মতো গৃহপালিত পাখি বাড়িতে পোষা যাবে না। খাঁচায় আটকে রাখা যাবে না। মুক্ত আকাশে উড়িয়ে দিতে হবে। রুল তৈরি হয়ে গিয়েছে। আগস্টের শেষেই হয়তো নিয়ম লাগু হয়ে যাবে। যে সমস্ত বাড়িতে পাখি আছে, তা ছেড়ে দিতে হবে।’’

দেশি পাখি রাখা না গেলেও বিদেশী পাখির ক্ষেত্রে কিছু ছাড় অবশ‌্য থাকছে। তবে তার জন‌্য বনদপ্তরের থেকে ছাড়পত্র নিতে হবে। ১৫ হাজার টাকা জমা দিতে হবে ফি বাবদ। প্রজননের জন‌্য এই পাখি বাড়িতে রাখা গেলেও কোনও মেলা বা প্রদর্শনী করা যাবে না বলেই জানা গিয়েছে। জ্যোতিপ্রিয় বলেন, ‘‘আইনটা লাগু হলে পুরোটা বোঝা যাবে। বিদেশি পাখি বাড়িতে পোষা যাবে। তবে তা দিয়ে মেলা করা যাবে না। বনদপ্তরের থেকে ছাড়পত্র লাগবে বাড়িতে রাখার জন‌্য।’’ পাশাপাশি গেরস্তের বাড়িতে দেশি পাখি পোষা হচ্ছে কিনা সেবিষয়ে নজরদারি চালাতে কমিটি তৈরি করা হবে বলেও জানান মন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: ‘অসুস্থ হলে ইস্তফা দিন’, পূর্ব বর্ধমানের প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে ছুটিতে পাঠাল হাই কোর্ট]

এদিকে, নিউটাউন ছ’টা সিংহ আফ্রিকার দেশ থেকে। তানজানিয়া, কঙ্গো, মাসাইমারা থেকে আসছে সিংহগুলো। আরও ছ’টা বাঘও এই এখানে রাখা হবে বলে জানা বনমন্ত্রী। চারটি মহিলা এবং দুটি করে পুরুষ বাঘ ও সিংহ আসবে। দৈর্ঘ‌্য-প্রস্থে ২.৪ একর আরও বাড়বে নিউটাউন চিড়িয়াখানা। পাশাপাশি শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে ১২টা বাঘ এবং ১২টা সিংহ আনা হবে।

এদিন বনমন্ত্রী বলেন, ‘‘দার্জিলিং চিড়িয়াখানা সেরার শিরোপা পেয়েছে দেশের মধ্যে। সেখানে পশুদের জন‌্য একটা হাসপাতাল তৈরি করা হয়েছে। সেখানে ওপিডিও রয়েছে। পাঁচদিন পর্যন্ত ভরতি রেখে চিকিৎসা করা যায় পশুদের। আলিপুর চিড়িয়াখানাতেও পশু হাসপাতাল তৈরি করা হচ্ছে। আলিপুর চিড়িয়াখানাতে অনলাইনে টিকিট কাটা যাবে। পাশাপাশি সাপের জন‌্য স্নেক এনক্লোজার তৈরি হচ্ছে নিউটাউনে।’’

[আরও পড়ুন: ৮ লক্ষ টাকা দিলেই রেলে চাকরি! নিয়োগের ভুয়ো ফাঁদ পেতে আরপিএফের জালে ২]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement