Advertisement
Advertisement
Firhad Hakim

‘অ্যাক্ট নাও’, কসবা শুটআউটে পুলিশকে কড়া বার্তা ফিরহাদের

'এনাফ ইজ এনাফ', আন্তঃরাজ্য অপরাধীদের যাতায়াত আটকাতে আরও কড়া হোক পুলিশ, বলছেন মেয়র।

Kasba Shootout: Firhad Hakim lashes out at Kolkata police on interstate miscreants
Published by: Sucheta Sengupta
  • Posted:November 16, 2024 3:17 pm
  • Updated:November 16, 2024 4:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভর সন্ধেবেলা নিজের বাড়ির সামনে প্রাণঘাতী হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! শুক্রবার রাতের এই ঘটনার পর শনিবারও আতঙ্ক কাটেনি কসবা এলাকায়। দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তে অগ্রগতির চেষ্টায় পুলিশ। হামলাকারী কারা, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে কী উদ্দেশে খুনের চক্রান্ত হয়েছিল, সেসবের উত্তর খোঁজা চলছে এখনও। এনিয়ে এবার পুলিশকে কড়া বার্তা দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বললেন, ‘অ্যাক্ট নাও’।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম (Firhad Hakim) কসবায় শুটআউট (Kasba Shootout) প্রসঙ্গে বলেন, ”এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার এখানে ঢুকতে দেওয়া যাবে না। বাংলা সংস্কৃতির জায়গা। পুলিশকে বলব, অ্যাক্ট নাও। পুলিশ কোথায়? সুশান্তের পরিবারের পাশে আছি।” সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানো দুষ্কৃতীরা বিহারের বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তারা বৃহস্পতিবার কলকাতায় এসে বন্দর এলাকায় গা ঢাকা দিয়ে ছিল। শুক্রবার সন্ধের দিকে কসবায় এসে হামলা চালায় ২ জন।

Advertisement

আর এই ভিনরাজ্যের দুষ্কৃতীদের নিয়েই ফের সতর্ক করলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ”প্রতিটি ক্ষেত্রেই বাইরের ক্রিমিনাল। কী কী করছে তারা! মুখ্যমন্ত্রী বার বার সতর্ক করেছেন, বাইরের রাজ্য থেকে যেন দুষ্কৃতীরা না ঢুকতে পারে। সীমানাগুলোয় নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। তা সত্ত্বেও কীভাবে ঢুকছে তারা? পুলিশকে বলছি, এদের দ্রুত গ্রেপ্তার করো। আমি চাই, কোনও অপরাধী থাকবে না।” পাশাপাশি ফিরহাদের আরও বক্তব্য, ”১০৭ নং ওয়ার্ড এলাকায় দুষ্কৃতী আটকানোর কথা পুলিশের। আমার কাজ, পুর পরিষেবা দেওয়া। আমি সুশান্তর স্ত্রীর সঙ্গে আছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মরতে ভয় পাই না।” কারা টার্গেট করল সুশান্ত ঘোষকে? এবিষয়ে অবশ্য আলাদা করে কিছু বলতে পারেননি তিনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement