বুদ্ধদেব সেনগুপ্ত: ব্রিগেড সমাবেশে আসছেন না কানহাইয়া কুমার। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, তিনি অসুস্থ। তাছাড়া যতদূর জানা গিয়েছে তাতে কুয়াশার কারণে তাঁর উড়ান বাতিল হয়ে গিয়েছে, তাই ব্রিগেড সমাবেশে আসতে পারছেন না তিনি।
বামেদের ব্রিগেড সমাবেশের অন্যতম সেরা আকর্ষণই ছিলেন জেএনইউ-এর প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমার। সিপিএমের রাজ্যস্তরের নেতারা এবং অন্য বাম নেতারা ব্রিগেডে বক্তব্য রাখলেও আগত কর্মীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুই ছিলেন এই তরুণ নেতা। এমনিতে বামেদের ব্রিগেডে সাধারণত তরুণ নেতারা বলার সুযোগ পান না। পোড়খাওয়া নেতাদেরই বলার সুযোগ দেওয়া হয়। কিন্তু এবারে কানহাইয়াকেই মূল আকর্ষণ হিসেবে তুলে ধরতে চাইছিল বাম নেতৃত্ব। নেতাকর্মীদের আশা ছিল তরুণ এই নেতা যুবসমাজকে আকৃষ্ট করতে পারবেন। সেই উদ্দেশ্যে গত প্রায় একমাস ধরে সোশ্যাল মিডিয়ায় প্রচারও করা হয়েছিল। কিন্তু সমাবেশের দিন সকালেই দুঃসংবাদ পেলেন বাম কর্মীরা। ব্রিগেডে আসছেন না কানহাইয়া। এতেই চিন্তার ভাঁজ নেতাদের কপালে। জ্যোতিবাবুর মতো তারকা বক্তা নেই, বুদ্ধবাবুর ব্রিগেডে আসাও অনিশ্চিত, শেষ মুহূর্তে যদি তিনি আসেনও, তাতেও বক্তব্য রাখবেন কিনা তা নিশ্চিত নয়। তাই ব্রিগেডের মঞ্চ মাতানোর জন্য বাজি রাখা হয়েছিল কানহাইয়ার উপরেই। কিন্তু তিনিও যদি না আসেন তাহলে হতাশায় ডুবে থাকা বাম কর্মীদের চাঙ্গা করবে কে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
এদিকে, কানহাইয়া না এলেও বুদ্ধদেব ভট্টাচার্যের আসা নিয়ে এখনও আশা ছাড়েনি বাম নেতৃত্ব। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কাল রাতেও বুদ্ধবাবুর সঙ্গে যোগাযোগ করেছিলেন। বুদ্ধদেব জানিয়েছেন চিকিৎসক অনুমতি দিলে অল্প সময়ের জন্য হলেও সমাবেশে আসবেন তিনি। সিপিএম নেতা রবীন দেব, এদিন সেকথায় জানিয়েছেন। বুদ্ধবাবু এলে তবু কর্মীদের হতাশায় কিছুটা প্রলেপ পড়বে বলে আশা বাম নেতৃ্ত্বের।তাই তাঁরা এখন চাতক পাখির মতো চেয়ে আছেন বুদ্ধদেব ভট্টাচার্যর দিকেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.