Advertisement
Advertisement
Kalipuja 2024

দীপাবলির আলোতেও দ্রোহের আগুন! মোমবাতি, রঙ্গোলিতে বিচারের দাবি জুনিয়র ডাক্তারদের

বৃহস্পতিবার রাত ৯টা থেকে ৯টা ১৫মিনিট পর্যন্ত আলো নিভিয়ে সকলকে প্রতিবাদে শামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে।

Kalipuja 2024: Junior Doctors Front calls for protest on Diwali night for Abhaya
Published by: Sucheta Sengupta
  • Posted:October 31, 2024 8:11 pm
  • Updated:October 31, 2024 8:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবে ফেরেননি তাঁরা। আলোর উৎসবেও ‘না’ বলেছেন। তবে মোমবাতি জ্বালানো, রঙ্গোলি আঁকার মাধ্যমে তাঁরা আসলে জ্বালিয়ে রেখেছেন দ্রোহের আগুন, প্রতিবাদী দীপশিখা। ‘অভয়া’কাণ্ডের পর দেশজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। আজও সেই লড়াই চলছে। কালীপুজো ও দীপাবলিতেও তাঁরা নতুন কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার সন্ধেয় আলো, রঙ্গোলির মাধ্যমে সুবিচারের দাবিতে বার্তা দেওয়ার পাশাপাশি রাতে ১৫ মিনিটের জন্য আলো নিভিয়ে রাখার ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। গোটা দেশবাসীর কাছেই এই আবেদন কিঞ্জল, দেবাশিসদের।

গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর কেটে গিয়েছে প্রায় আড়াই মাস। বিচারপ্রক্রিয়া চলছে নিজস্ব গতিতে। তাতে আস্থা রেখেও হাসপাতালের মতো কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে। কর্মবিরতি, অনশন প্রত্যাহার করেছেন, কিন্তু তা সত্ত্বেও দাবিতে অনড় তাঁরা। কাজ করেও প্রতিদিন নতুন নতুন কর্মসূচি চলছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। বাদ গেল না আলোর উৎসবের দিনও। সংগঠনের তরফে ঘোষিত কর্মসূচিতে বলা হয়েছে, দীপাবলিতে রঙ্গোলি এঁকে, প্রদীপ জ্বালিয়েও উৎসব নয়, প্রতিবাদই করবেন তাঁরা। বৃহস্পতিবার রাত ৯টা থেকে ৯টা ১৫মিনিট পর্যন্ত আলো নিভিয়ে সকলকে প্রতিবাদে শামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি, ‘অভয়া’র বিচারের দাবিতে দু মিনিট নীরবতা পালন করার কথা বলেছেন কিঞ্জল, অনিকেত, দেবাশিসরা।

Advertisement

দুর্গাপুজোর আগে আর জি করের নৃশংস ঘটনার জেরে এবছর উৎসব বয়কট করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। পুজোর দিনগুলিতে তাঁরা মণ্ডপে প্রতিবাদী ট্যাবলো নিয়ে ঘুরে ঘুরে ‘অভয়া’র বিচার চেয়েছেন। পুজো কার্নিভালও বয়কট করে তাঁরা করেছিলেন দ্রোহের কার্নিভাল। এবার দীপাবলিতেও সেই প্রতিবাদ জারি রাখলেন জুনিয়র চিকিৎসকরা। ফ্রন্টের এই কর্মসূচিতে অংশ নিতে পারেন আর জি করের সাধারণ পড়ুয়ারাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement