Advertisement
Advertisement

Breaking News

Kalighater Kaku

পঞ্চমবার আদালতে গরহাজির ‘কালীঘাটের কাকু’, ‘CBI কেন জেলে গিয়ে গ্রেপ্তার করছে না?’, প্রশ্ন বিচারকের

গ্রেপ্তারি এড়াতে বারবার আদালতে হাজিরা এড়াচ্ছেন 'কালীঘাটের কাকু'।

Kalighater Kaku absent in court, judge asks CBI to arrest in jail

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:December 9, 2024 1:23 pm
  • Updated:December 9, 2024 2:01 pm  

অর্ণব আইচ: ‘কালীঘাটের কাকু’র গ্রেপ্তারি ইস্যুতে ফের আদালতের প্রশ্নের মুখে সিবিআই। কেন জেলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে না, সিবিআইকে প্রশ্ন বিচারকের। সোমবার পঞ্চমবার আদালতের হাজিরা এড়ান ‘কালীঘাটের কাকু’। বিচারক জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা চাইলে সোমবারই জেলে গিয়ে তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখে গ্রেপ্তার করতে পারে। বলে রাখা ভালো, এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করেছিল ইডি। সেই মামলার প্রেক্ষিতে জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। গত মাসেই শেষ হয় শুনানি। শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে অন্য মামলাও রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের। সিবিআইয়ের একটি মামলায় হাই কোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছেন তিনি। তা মঞ্জুর হলেই জেলমুক্তি। আর না হলে গ্রেপ্তারির আশঙ্কা রয়েছে। তবে শারীরিক অবস্থার কথা উল্লেখ করে বার বার আদালতে হাজিরা এড়াচ্ছেন ‘কালীঘাটের কাকু’। মেডিক্যাল সার্টিফিকেটও জমা দিয়েছেন তিনি। এদিন আদালতে ফের নতুন করে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন জানায় সিবিআই। জেল কর্তৃপক্ষকে ভারচুয়াল হাজিরার ব্যবস্থা করার আর্জি জানায়। তাতেই বিরক্ত হন বিচারক।

Advertisement

তিনি প্রশ্ন করেন, শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে বার বার হাজিরা এড়ালেও কেন জেলে যাচ্ছে না সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। প্রয়োজনে সোমবারই জেলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করা হোক, বলেও জানান বিচারক। তবে সুজয়কৃষ্ণ ভদ্র ইতিমধ্যেই আগাম জামিনের আবেদন করে রেখেছেন। সেকথাই আদালতে উল্লেখ করেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক। তবে বিচারক জানান, আগাম জামিনের আবেদন করা থাকলেও, গ্রেপ্তারিতে কোনও বাধা নেই। তবে বার বার ভারচুয়ালি ‘কালীঘাটের কাকু’কে আদালতে হাজিরার নির্দেশ দেওয়ার আর্জি জানান সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক। তাতেই কিছুটা বিরক্ত হন বিচারক। কেন জেলে গিয়ে গ্রেপ্তার করা হচ্ছে না ‘কালীঘাটের কাকু’কে, তা নিয়ে প্রশ্ন করেন তিনি। তবে এর পর বলে রাখা ভালো, ইডির মামলায় জামিন পেয়েছেন ‘কালীঘাটের কাকু’। সেক্ষেত্রে তাঁকে অন্য মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা যায় কিনা, সে বিষয়ে আইন খতিয়ে দেখতে হবে বলেই জানান বিচারক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement