সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় কয়েকদিন আগেই ভক্তদের জন্য খুুলে দেওয়া হয়েছিল কালীঘাট মন্দির (Kalighat Temple)। তবে বহু ক্ষেত্রে জারি ছিল নিষেধাজ্ঞা। তবে শনিবার থেকে তা অনেকটাই শিথিল হল। আজ থেকে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। সঙ্গে নিয়ে যেতে পারবেন ডালা। পাশাপাশি ভক্তদের জন্য দু’বেলাই খোলা থাকবে মন্দির। তবে প্রত্যেককে কঠোরভাবে মানতে হবে কোভিড বিধি।
করোনা রুখতে মে মাসের ৫ তারিখ থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ লাগু হওয়ার পরপরই প্রসিদ্ধ মন্দিরগুলি একে একে বন্ধ হতে থাকে। তার আগে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছিল বেশ কয়েকটি মন্দিরে। সংক্রমণ এড়াতেই এই সিদ্ধান্ত নেয় বিভিন্ন মন্দির কর্তৃপক্ষ। তবে মাস দুই পর রাজ্যের করোনা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে এলে ফের কোভিড (COVID-19) বিধি মেনে মন্দির খুলতে থাকে। প্রথমেই তারকেশ্বর এবং তারাপীঠের মন্দির খোলা হয়। খুলে দেওয়া হয় কালীঘাট মন্দিরও। তবে দেবী দক্ষিণকালীর সামনে গিয়ে পুজো দেওয়া নিষিদ্ধ ছিল। বাইরের ফুল, জলও পুজোর ডালায় থাকছিল না। তবে শনিবার থেকে ফের চেনা ছন্দে ফিরছে কালীঘাট।
মন্দিরের তরফে জানানো হয়েছে, কোভিড পরিস্থিতি বিবেচনা করে ফের দু’বেলা মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে ১২ টা পর্যন্ত এবং বিকেলে ৪-৭ পর্যন্ত গর্ভগৃহে প্রবেশ করে পুজো দিতে যেতে পারবেন ভক্তরা। একবারে ১০ জন প্রবেশ করতে পারবেন। কঠোরভাবে মানতে হবে কোভিড বিধি। মাস্ক-স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। মন্দির খুলতেই শনিবার দেখা গেল লাইনে দর্শনার্থীরা। তবে সকলেই বিধি মেনে লাইনে দাঁড়িয়েছেন। এভাবে সকলে নিয়ম মেনে চললে মন্দির খোলা রেখে শান্তিপূর্ণভাবে পুজো দেওয়ায় সমস্যা হবে না বলেই মনে করছে কর্তৃপক্ষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.