Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

কবে কালীঘাট মন্দিরের স্কাইওয়াক উদ্বোধন? দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

কুম্ভমেলার বিশৃঙ্খলা থেকে শিক্ষা নিয়ে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে সকলকে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Kalighat Skywalk will be inaugurated in April, said Mamata Banerjee
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 3, 2025 8:59 pm
  • Updated:March 3, 2025 9:00 pm  

নব্যেন্দু হাজরা: শেষের পথে কাজ। চলতি বছরেই আমজনতার জন্য খুলে দেওয়া হবে কালীঘাট মন্দিরের স্কাইওয়াক। সোমবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, আগামী ১৪ এপ্রিল উদ্বোধন হবে স্কাইওয়াকের। এদিকে কুম্ভমেলার বিশৃঙ্খলা থেকে শিক্ষা নিয়ে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে সকলকে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন তিনি।

Advertisement

দক্ষিণেশ্বরে রানি রাসমণি স্কাইওয়াকের উদ্বোধনের দিনই মমতা বন্দ্য়োপাধ্যায় কালীঘাটে স্কাইওয়াক (Kalighat Skywalk) তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেন। সেটা ২০১৮ সালের নভেম্বর। দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটের স্কাইওয়াক তৈরির জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। এসপি মুখার্জি রোড থেকে কালী টেম্পল রোড পর্যন্ত প্রায় সাড়ে চারশো মিটার লম্বা একটি স্কাইওয়াক তৈরির বরাতও দেওয়া হয়। ঠিক হয় স্কাইওয়াক ওঠার জন্য থাকবে তিনজোড়া চলমান সিঁড়িও। শুরুর দিকে দোকানপাট সরানো, হকারদের আপত্তি এসবের জন্য কাজ শুরু হতে ২০২১ সালের শেষদিক পর্যন্ত সময় লেগে যায়। ২০২২ সালের জানুয়ারিতে শুরু হয় কাজ। অবশেষে শেষের পথে কাজ। চলতি বছরের ১৪ এপ্রিল স্কাইওয়াকের উদ্বোধন হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

এদিকে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার কথা ৩০ এপ্রিল। ওইদিন প্রচুর মানুষের জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে আমজনতাকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। বললেন, যারা গাড়ি নিয়ে যাবেন তাঁদের বলব ২৮ এপ্রিল দুপুরের মধ্যে পৌঁছে যাবেন। কারণ, পরবর্তীতে গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আমি চাই না কেউ পদপিষ্ট হোক।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement