Advertisement
Advertisement

Breaking News

Kali Puja 2023

Kali Puja 2023: ভারচুয়াল নয়, সশরীরেই কালীপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

বুধবার থেকেই উদ্বোধন শুরু করছিলেন তিনি।

Kali Puja 2023: CM Mamata Banerjee to inaugurate Kali pujas in Kolkata | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 7, 2023 9:59 am
  • Updated:November 7, 2023 1:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ থাকায় এবছর মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর (Durga Puja) উদ্বোধন করেছিলেন ভারচুয়ালি। নবান্নে বসে রিমোটের মাধ্যমে কলকাতার বিখ্যাত পুজো এবং জেলার পুজোমণ্ডপগুলির দুয়ার খুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে কালীপুজোয় (Kali Puja 2023) আর ভারচুয়াল নয়, সশরীরেই মণ্ডপ উদ্বোধনে যাবেন তিনি। সূত্রের খবর এমনই। বুধবার থেকে মুখ্যমন্ত্রী কালীপুজোর উদ্বোধন শুরু করতে পারেন। কলকাতার বেশ কয়েকটি বিখ্যাত পুজোর দ্বারোদ্ঘাটন করবেন তিনি।

বুধবার অর্থাৎ ৮ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠক নবান্নে (Nabanna)। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বুধবার বিকেলে মন্ত্রিসভার বৈঠক সেরে সন্ধে নাগাদ কালীপুজো উদ্বোধনে বেরবেন মুখ্যমন্ত্রী, সূত্রের খবর এমনই। এবার তিনি সশরীরে মণ্ডপে মণ্ডপে গিয়েই পুজোর সূচনা করে দেবেন। কালীপুজো ১২ তারিখ অর্থাৎ রবিবার। তবে বিখ্যাত পুজোমণ্ডপগুলি আগে থেকেই খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। আর মুখ্যমন্ত্রীর হাত ধরেই তার সূচনা হয়ে যাবে বুধবার। মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের জন্য ইতিমধ্যেই প্রস্তুত মণ্ডপগুলি।

Advertisement

[আরও পড়ুন: দিওয়ালিতে মোদির ‘লোকাল’ ক্যাম্পেনের ‘ভোকাল’ মুখ সিরিয়ালের ‘অনুপমা’]

গত কয়েক বছর ধরেই শহরের বিখ্যাত দুর্গাপুজো, কালীপুজো মণ্ডপগুলির উদ্বোধন করে থাকেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবছর তাঁর পায়ে চোট থাকায় মণ্ডপে গিয়ে গিয়ে তিনি দ্বারোদ্ঘাটন করতে পারেননি। বিশ্রামে থাকাকালীনই নবান্নে বসে ভারচুয়ালি উদ্বোধন করেন। কিন্তু এখন তিনি অনেকটা সুস্থ। নবান্নে যাতায়াতও শুরু করেছেন। এই অবস্থায় কালীপুজোর উদ্বোধনও তিনি করবেন মণ্ডপে মণ্ডপে গিয়ে। ফলে চলতি সপ্তাহ থেকেই কালীপুজো আবহ টের পেতে শুরু করবেন শহরবাসী।

[আরও পড়ুন: ২০১১-র পরের তৃণমূলের কাউন্সিলররা অ্যাক্সিডেন্টাল নেতা! বিস্ফোরক অর্জুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement