Advertisement
Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়

‘নিজামুদ্দিনের ধর্মীয় সভায় যোগদানকারীরা মানববোমা’, বিস্ফোরক কৈলাস

মমতা বন্দ্যোপাধ্যায় করোনা নিয়েও রাজনীতি করছেন, অভিযোগ কৈলাসের।

Kailash Vijayvargiya slams West Bengal CM Mamata banerjee
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 4, 2020 10:26 am
  • Updated:April 4, 2020 5:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজামুদ্দিনের ধর্মীয় সভা প্রসঙ্গে এবার মুখ খুললেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। সমাবেশে যোগদানকারীদের ‘মানববোমা’ বলে কটাক্ষ করলেন তিনি। পাশাপাশি, দিলীপ ঘোষের (Dilip Ghosh) সুরে সুর মিলিয়ে তিনিও অভিযোগ করলেন যে, রাজ্যের এই সংকটকালেও রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

করোনা প্রসঙ্গে বারবারই কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুরোপুরি সাহায্য মিলছেন না বলেও জানান তিনি। এই পরিস্থিতিতে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে নাম না করেই বিজেপিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “এই সংকটজনক অবস্থায় রাজনীতি করবেন না, এটা সকলের বিপদ”। পাশাপাশি, পরিস্থিতি মোকাবিলায় রাজ্য কীভাবে কাজ করছে তাও তুলে ধরেন তিনি। এরপরই পালটা সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। বলেন, “রাজ্যবাসীর জন্য কিছুই করছেন না মুখ্যমন্ত্রী। উনি শুধু ভাবছেন ভোটবাক্সের কথা, যা করছেন তা ভোটের কারণেই”। পাশাপাশি, এদিন নিজামুদ্দিনের ঘটনা প্রসঙ্গেও মুখ খোলেন বিজেপি নেতা। যারা দিল্লিতে ওই সমাবেশে যোগ দিয়েছিলেন তাঁদের প্রত্যেককে মানববোমা বলে কটাক্ষ করেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: করোনার চিকিৎসা নিয়ে জুনিয়র ডাক্তারদের ‘উসকানি’, বিক্ষোভে উত্তাল বাঙুর হাসপাতাল]

তবে পরে সুর নরম করেন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। বলেন, “পরিস্থিতি বুঝে ওদেরই উচিত আত্মসমর্পণ করা। বাকি দায়িত্ব প্রশাসনের। প্রশাসনই প্রয়োজনীয় চিকিতসার ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস দেন তিনি”। প্রসঙ্গত, দিন দুয়েক আগেই নিজামুদ্দিনকাণ্ড প্রসঙ্গে মুখ খুলেছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পাশাপাশি, একাধিকবার অভিযোগ করেছিলেন যে, করোনা নিয়ে রাজনীতি করছেন করছেন মুখ্যমন্ত্রী। এবার সেই পথেই হাঁটলেন কৈলাস বিজয়বর্গীয়ও।

[আরও পড়ুন: কোয়ারেন্টাইনে জানবাজারের উদ্ধার হওয়া শতাধিক পাখি,কুড়ি দিন পর মিলবে মুক্তি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement