Advertisement
Advertisement

Breaking News

Bhuban Badyakar

বাদাম ফেলে এখন কেক খেতে বলছেন ভুবন বাদ্যকর, ব্যাপারটা কী?

অন্য রূপে ধরা দিলেন বাদাম কাকু।

Kacha Badam singer Bhuban Badyakar sings new song | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 29, 2022 1:49 pm
  • Updated:December 29, 2022 2:55 pm  

স্টাফ রিপোর্টার: মাথায় সান্টার লাল টুপি। হাতে কেকের বাক্স। গলায় ইংরেজি গান। নতুন রূপে বাদামকাকু। মানে ভুবন বাদ‌্যকর। গলায় গান, ‘‘খিদে পেলে বাদাম ছেড়ে কেক খাই।’’ একা নন, গানে তাল মেলাচ্ছেন, এক ঝাঁক শিশুশিল্পী এবং গায়ক বিজয় শীল। কিন্তু ব্যাপারটা কী?

কাঁচা বাদাম বিক্রি করতে-করতে একটি স্বরচিত গান গেয়েছিলেন বীরভূমের সরল-সাদামাঠা মাঝবয়সি ভুবন বাদ্যকর। সেই গানের ক্লিপিংস নেটদুনিয়ায় পোস্ট হতেই রাতারাতি সেলিব্রিটি হয়ে যান বাদামকাকু, অর্থাৎ ভুবনবাবু। গলায় কণ্ঠীধারী বৈষ্ণব মতে বিশ্বাসী বাদামকাকু এবার গাইলেন একটি কেকের বিজ্ঞাপনী গান। এবং বাংলায় নয়, বাদামকাকু গাইলেন ইংরেজিতে। শিশুশিল্পীর সঙ্গে সান্টার লাল টুপি পরে কেক খেলেন আর গান রেকর্ড করলেন ভাইরাল এই কাকু। গানের মধ্যে রয়েছে বাংলা কথাও। ভুবন বাংলায় গাইলেন, “খিদে পেলে বাদাম ফেলে কেক খাই।”

Advertisement

[আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা, শোকস্তব্ধ রাজনৈতিক মহল]

সান্টাবুড়োর লাল-সাদা টুপি পরে নিজের গ্রামের ছেলেদের সঙ্গে কেক খেতে ও খাওয়াতে দেখা যায় ভুবনকে গানের ভিডিওয়। যদিও নিরামিষাশী ভুবন অল্প কেক টেস্ট করেন। কারণ সেই কেক ভেজ নয়, তাতে রয়েছে ডিমের উপস্থিতি। নাতনির বয়সি সহশিল্পীর ভালবেসে দেওয়ায় আর না করতে পারেননি তিনি। সহশিল্পী সাত বছরের অমাত্রার কাছে বাদামকাকু নয়, বাদামদাদু। মিম পছন্দ করেন না এমন কথাও গানে রয়েছে। রয়েছে বাদাম ছেড়ে কেক খাওয়ার ঘোষণা। ভুবন গাইছেন, ‘নাট নাট নট। নাট নাট নট। আই নট লাইক মিমস। আইস ফলস। নিউ ইয়ার কলস। আই ইট কেক।’ বাংলায় গাইছেন, ‘খিদে পেলে বাদাম ফেলে কেক খাই।’

তবে পুরোটা নামাতে বেগ পেতে হয়েছে সে কথা গোপন করেননি গায়ক বিজয় শীল। কেক প্রস্তুতকারী সংস্থার কর্ণধার প্রসেনজিৎ সাহা জানান, ‘‘ভেজ কেক আমরা পাঠিয়ে দিয়েছি। ভুবনবাবু মানুষ ভাল। খেয়ে ভাল লেগেছে বলে জানিয়েছেন।’’

[আরও পড়ুন: বয়ানে লাগাতার অসঙ্গতি, বাগনানে ভিনরাজ্যের ইউটিউবার খুনে গ্রেপ্তার স্বামী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement