Advertisement
Advertisement
Kabir Suman

‘ভারত আমাদের সকলের দেশ’, সম্প্রীতির বার্তা নিয়ে কলকাতায় সমাবেশ কবীর সুমনের

জাতি-ধর্ম নির্বিশেষে সমাবেশে অংশগ্রহণকারীদের মুখে গেরুয়া শিবিরের সমালোচনা।

Kabir Suman organised programme ar Rabindra Sadan to spread peace messege amidst present situation in Bengal | Sangbad Pratidin

ছবি: শুভাশিস রায়।

Published by: Sucheta Sengupta
  • Posted:April 5, 2023 9:16 pm
  • Updated:April 5, 2023 9:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামনবমীর মিছিল ঘিরে বাংলার বিভিন্ন প্রান্তে যে অশান্তকর পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রতিবাদে সমবেতভাবে বিবৃতি দিয়েছেন বাংলার বিদ্বজনেরা। শিক্ষাবিদ, অভিনেতা, নাট্যকার – সমাজের বিভিন্ন স্তরের মানুষজন একত্রে চিঠি লিখে নিন্দা জানিয়েছেন। এবার শান্তির বার্তা দিতে কলকাতায় একক সমাবেশ করলেন সংগীতশিল্পী কবীর সুমন (Kabir Suman)। বুধবার রবীন্দ্রসদনে (Rabindra Sadan)রবীন্দ্র মূর্তির পাদদেশে তাঁর ডাকে সাড়া দিয়ে সমবেত হন জাতি-ধর্ম নির্বিশেষে অনেকেই। তবে যে তা আকারে ছিল ছোট। প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলেই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বারবার তুলে ধরেন সম্প্রীতির বার্তা। সঙ্গে ছিল ব্যানার, তাতে লেখা – ‘আমরা ভারতের জনগণ।’ আর বার্তা – ‘ এই দেশ সংখ্যাগুরু-সংখ্যালঘু কারুরই একক সম্পত্তি নয়। এ দেশ সবার।’ এই সময়ে দাঁড়িয়ে কবীর সুমনের এহেন উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

তাঁর ব্যক্তিজীবন, ধর্মান্তরণ নিয়ে সমালোচনা, নিন্দা কম হয়নি। এমনকী গুরুত্বপূর্ণ বিষয়ে সমাজের বিশিষ্ট ব্যক্তি হিসেবে নিজস্ব মতামত রাখলেও, তাঁকে ব্যক্তি আক্রমণের মুখে পড়তে হয়েছে। এসব নিয়ে অবশ্য কবীর সুমন বিশেষ ভাবিত নন। পঁচাত্তর বছরেও তিনি নিজের কাজ – সংগীতচর্চায় মগ্ন। তৈরি করছেন বাংলা খেয়ালের (Bangla Kheyal) এক নতুন রূপ, নতুন আঙ্গিক। আর এই গবেষণামূলক কাজটিতেই তিনি সংগীত জীবনের ইতি টানবেন বলে ঘোষণা করে দিয়েছেন। এই পরিস্থিতিতে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কবীর সুমন। উসকানির জেরে এ রাজ্যের সম্প্রীতির (Harmony) পরিবেশ নষ্ট হচ্ছে বলে মনে করছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: শুভেচ্ছা বা অভিনন্দন নয়, বলুন শুভনন্দন! নতুন শব্দ শেখালেন মুখ্যমন্ত্রী]

আর তাই বুধবার বিকেলে রবীন্দ্রসদনে সমাবেশের ডাক দিলেন কবীর সুমন। ‘আমরা ভারতের জনগণ’ – এই ব্যানারে জাতি-ধর্ম নির্বিশেষে সমাজের শুভবুদ্ধিসম্পন্ন মানুষজনকে আহ্বান জানানো হয় সেখানে। আর তাঁর ডাকে সাড়া দিয়ে যাঁরা ছিলেন সমাবেশে, তাঁদের প্রত্যেকের গলাতেই শোনা গেল কেন্দ্রে ক্ষমতাসীন দলের ভূমিকা নিয়ে নিন্দা। আর এ প্রসঙ্গে তাঁরা তুলনা টানলেন ফ্যাসিবাদী জার্মানি সরকারের। অভিযোগ করলেন, রাজনৈতিক দলের আড়ালে গুন্ডামি চলেছে। তবে এদিন কবীর সুমন নিজে খুব কম বলেছেন। তিনি এগিয়ে দিয়েছেন বাকিদের। তাঁদের মধ্যে একজন সরাসরি অভিযোগ তুললেন, ”হাওড়া কিংবা রিষড়ার যেসব ছবি দেখলাম, তাতে আমরা আতঙ্কিত। স্পষ্ট বোঝা যাচ্ছে, এসব ঘটানো হচ্ছে। আমরা কীসে আস্থা রাখব?”

[আরও পড়ুন: ইডেনে কেকেআরের ম্যাচ দেখে বাড়ি ফেরা নিয়ে চিন্তা? মুশকিল আসান করল মেট্রো]

মঙ্গলবার ফেসবুক পোস্টে কবীর সুমন এই সমাবেশের আহ্বান জানিয়েছিলেন।  তিনি লেখেন, ”এই দেশ সংখ্যাগুরু-সংখ্যালঘু কারুরই একক সম্পত্তি নয়। এ দেশ সবার। কেন্দ্রীয় শাসকদলের নিরবচ্ছিন্ন কার্যকলাপ বলে দিচ্ছে , সাধারণ নাগরিকদের একজোট হয়ে প্রতিরোধ করার সময় এসে গিয়েছে, আর দেরি করা যায় না! আপনাদের এক প্রবীণ সহনাগরিক হিসেবে সাংস্কৃতিক ব্যক্তিসহ সমস্ত সচেতন সহনাগরিককে আমি আহ্বান করছি: আসুন, দলমত ধর্মমত ভুলে এই বৈচিত্রপূর্ণ রঙিন ভারতের নামে আমরা সমবেত হই!”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement