Advertisement
Advertisement

Breaking News

অটোর দৌরাত্ম্য রুখতে কড়া দাওয়াই জ্যোতিপ্রিয়র

রবিবারই বৈঠকে বসছে অটো সংগঠনগুলি৷

Jyotipriyo Mullick gives ultimatum to auto drivers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 17, 2016 7:26 pm
  • Updated:September 17, 2016 7:34 pm  

স্টাফ রিপোর্টার: খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে হেনস্তার অভিযোগে ধৃত ১২ অটোচালকের বিরু‌দ্ধে কড়া ব্যবস্থা নিতে চলছে কলকাতা পুলিশ৷ মোটর ভেহিকেলস আইনে অভিযোগ দায়ের করে ১২ অভিযুক্ত অটোচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর পুলিশ৷ অভিযুক্ত অটোচালকদের শনিবারই আদালতে হাজির করা হয়েছে৷ একইসঙ্গে ফ্রি স্কুল স্ট্রিট চত্বরে বেআইনি অটো পার্কিং নিয়ে নজরদারি শুরু করেছে নিউমার্কেট থানার পুলিশ৷

শুক্রবার খাদ্যভবনে ঢোকার মুখে বেআইনিভাবে দাঁড়িয়ে থাকা অটোকে সরতে বলায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেই পড়তে হয় হুমকির মুখে৷ তাঁর দাবি, অটোচালকরা তাঁকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়৷ এর পরই পুলিশকে বিষয়টি জানান খাদ্যমন্ত্রী৷ তৎপর হয়ে ওঠে পুলিশ৷ রাতেই ১২ অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করা হয়৷

Advertisement

কিন্তু শনিবারও অটোর দৌরাত্ম্য অব্যাহত ছিল৷ অভিযোগ, এদিন খাদ্যভবনের সামনেই রাস্তা আটকে দাঁড়িয়ে থাকা এক অটোচালককে তার গাড়ি সরিয়ে নিতে বলেন এক হোমগার্ড৷ কিন্তু অটো না সরিয়ে উল্টে হোমগার্ডের উপরই চড়াও হয় অভিযুক্ত চালক৷ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেন পুলিশ অধিকারিকরা৷

পরপর দু’দিনের এই ঘটনায় ক্ষুদ্ধ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হুশিয়ারি দিয়েছেন, দুর্ব্যবহার বন্ধ না হলে, রুটই বন্ধ করে দেওয়া হবে৷ অটোচালকদের আরও সচেতন হওয়া দরকার বলে মনে করেন তিনি৷ মন্ত্রীর হুঁশিয়ারিতে টনক নড়েছে অটো সংগঠনগুলির৷ এই বিষয়ে সংগঠনগুলির তরফে রবিবার বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement