Advertisement
Advertisement
জ্যোতিপ্রিয় মল্লিক

‘গ্রেপ্তার হতে পারেন কয়েকজন নেতা’, বিস্ফোরক অভিযোগ জ্যোতিপ্রিয়র

তৃণমূল-বিজেপি ষড়যন্ত্রের অভিযোগে সরব খাদ্যমন্ত্রী৷

Jyotipriyo Mullick alleges conspiracy by BJP-CPM against TMC

ফাইল ছবি।

Published by: Tanujit Das
  • Posted:May 18, 2019 3:42 pm
  • Updated:May 18, 2019 3:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গ্রেপ্তার হতে পারেন দলের বেশকিছু নেতা’৷ কুড়িয়ে পাওয়া একটি চিঠির ভিত্তিতে এমনই আশঙ্কা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ উত্তর ২৪ পরগনা66 জেলা তৃণমূলের সভাপতি অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে নাগেরবাজারের গোপন বৈঠক করেছেন বিজেপি-সিপিএম নেতারা৷ সেখানে লক্ষাধিক টাকার লেনদেন হয়েছে৷ এবং কামারহাটির সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই সমস্ত ষড়যন্ত্র হয়েছে৷

[ আরও পড়ুন: নোটবন্দির জেরে গিয়েছে প্রাণ, প্রতিবেশীর মৃত্যুতে এখনও চাপা ক্ষোভ আদর্শনগরে]

Advertisement

জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ, তিনি যে খাম পেয়েছেন তার উপর লেখা রয়েছে মানস মুখোপাধ্যায়ের নাম৷ তাতে রয়েছে এলাকায় বিজেপি কীভাবে টাকা ছড়াচ্ছে তার সমস্ত হিসাব৷ খাদ্যমন্ত্রী জানান, বৃহস্পতিবার গভীর রাতে নাগেরবাজারে কোনও অনুষ্ঠানে যোগ দিতে যাননি বিজেপি ও তৃণমূল নেতারা৷ দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যকে জেতানোর জন্য ওইদিন সিপিএমের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিজেপি নেতা মুকুল রায়৷ লক্ষাধিক টাকা তুলে দেওয়া হয় সিপিএম নেতাদের হাতে৷ সিপিএম কর্মীরা যাতে বিজেপিকে ভোট দেয় এবং বাম নেতারা যাতে পদ্ম শিবিরের হয়ে ভোট করায় সেই চুক্তিই হয় ওই রাতে৷ পাশাপাশি রাজ্যের খাদ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, সপ্তম দফার নির্বাচনের আগেই তৃণমূলের কিছু নেতা গ্রেপ্তার হতে পারেন৷ এবং এর পিছনেও বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি৷

[ আরও পড়ুন: মূর্তি ভাঙার জের! কলেজ স্ট্রিটে বিক্রি বাড়ল বর্ণপরিচয়ের ]

যদিও জ্যোতিপ্রিয় মল্লিকের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার৷ তৃণমূল নেতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি জানান, প্রমাণ থাকলে জ্যোতিপ্রিয় মল্লিক সমস্ত নথি যেন পুলিশের কাছে জমা দেন৷ খাদ্যমন্ত্রী নিচ রাজনীতি করছেন বলেও দাবি করেন তিনি৷ কেবল পদ্ম শিবিরই নয়, খাদ্যমন্ত্রী দাবি উড়িয়ে দিয়েছেন কামারহাটির সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়ও৷ খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement