অর্ণব আইচ: এবার ইডির দপ্তরে জ্যোতিপ্রিয়কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। রবিবার সকালে একাধিক নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। কিছুক্ষণের মধ্যে বেরিয়েও যান তিনি।
টানা ২১ ঘণ্টা জেরার পর শুক্রবার ভোররাতে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে ইডি। এর পরই একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। ইডি সূত্রে জানা গিয়েছে, তিনটি বেসরকারি সংস্থার মাধ্যমে ১২ কোটি ৬ লক্ষ টাকার ভুয়ো শেয়ার প্রিমিয়াম জমা দেওয়া হয়েছিল। ইডির জেরায় রেশন দুর্নীতি মামলায় ধৃত ব্যবসায়ী বাকিবুর জানিয়েছে, ওই সংস্থাগুলি থেকে জ্যোতিপ্রিয় মল্লিক বিপুল পরিমাণ টাকা ঋণ নেন। কিন্তু সেই টাকা আর তিনি ফেরৎ দেননি। মূলত ওই সংস্থাগুলির মাধ্যমে সবজি ও খাদ্যশস্য বিক্রি করা হয়। ইডি জেনেছে, গমকল থেকে হাতিয়ে নেওয়া বিপুল পরিমাণ আটা বাইরে কালোবাজারিতে বিক্রি করা হয়েছে এই সংস্থাগুলির মাধ্যমেই। পরে তদন্তে জানা যায় যে, ওই সংস্থাগুলির কর্ণধার জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়ে।
এই সূত্র ধরেই ইডির নজরে ছিলেন খাদ্যমন্ত্রীর স্ত্রী ও মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক।এই পরিস্থিতিতে রবিবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তিনি। প্রসঙ্গত, জ্যোতিপ্রিয়কন্যা পেশায় শিক্ষক। হিসেবে অনুযায়ী তাঁর বার্ষিক আয় তিনলক্ষেরও কম। তবে এই মুহূর্তে আর ব্যাঙ্কে রয়েছে ৩.৩৭ কোটি টাকা। ইডির জেরার মুখে পড়ে নাকি প্রিয়দর্শিনী আগে জানিয়েছিলেন, তিনি এই টাকা টিউশন পড়িয়ে আয় করেছেন।
হয়েছে এই সংস্থাগুলির মাধ্যমেই। পরে তদন্তে জানা যায় যে, ওই সংস্থাগুলির কর্ণধার জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়ে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.