Advertisement
Advertisement

Breaking News

মাধ্যমিক পরীক্ষার্থীদের অটোর সঙ্গে ধাক্কা, দুর্ঘটনার কবলে খাদ্যমন্ত্রীর গাড়ি

তৎপরতার সঙ্গে পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক৷

 Jyotipriyo Mallick's car collided with a auto in Saltlake
Published by: Tanujit Das
  • Posted:February 12, 2019 12:38 pm
  • Updated:February 12, 2019 12:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়ির সঙ্গে অটোর ধাক্কা৷ ঘটনায় জখম তিন মাধ্যমিক পরীক্ষার্থী-সহ অভিভাবকরা৷ দুর্ঘটনার পর তড়িঘড়ি মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন খাদ্যমন্ত্রীই৷ অভিভাবকদের চিকিৎসার ব্যবস্থা করেন বিধাননগর হাসপাতালে৷

[ভাড়া নেওয়া হবে না মাধ্যমিক পরীক্ষার্থীদের, সিদ্ধান্ত শহরের অটোচালকদের ]

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ সল্টলেকের পিএনবি মোড়ে তার কনভয়ের মধ্যে ঢুকে পড়ে একটি অটো৷ সামনে থেকে এসে অটোটি ধাক্কা মারে খাদ্যমন্ত্রীর গাড়িতে৷  ভেঙে যায় গাড়ির একটি অংশ৷ অটোতে ছিল তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী ও  তিনজন অভিভাবক৷ দুর্ঘটনায় সামান্য ক্ষতি হয় অটোটির, তবে চোট পান অভিভাবরা৷ সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দেন খাদ্যমন্ত্রী৷ তৎপরতার সঙ্গে ওই তিন মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তিনি৷ পাশাপাশি, অভিভাবকদের জন্য বিধাননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করেন তিনি৷

[‘জন্মনিয়ন্ত্রণের বাড়ছে হার, কমছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা’, দাবি পর্ষদের]

সল্টলেক অঞ্চলে অটো দৌরাত্ম্য কোনও নতুন ঘটনা নয়৷ এ দিনের ঘটনার পর সেই বিষয়ে মুখ খোলেন খোদ খাদ্যমন্ত্রী৷ তিনি জানান, অটোয় অতিরিক্ত যাত্রী থাকার কারণে নিয়ন্ত্রণ হারান চালক। সোজা এসে সেটি ধাক্কা মারে তাঁর গাড়িতে৷ অনেক সময় চালকের অনভিজ্ঞতার জন্যও এই ধরনের দুর্ঘটনা ঘটে বলে জানান খাদ্যমন্ত্রী৷ অটো  চালকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement