Advertisement
Advertisement

Breaking News

Jyotipriya Mallick

রাতবিরেতে বুকে ব্যথা, ‘হাসপাতালে’ জ্যোতিপ্রিয়, কেমন আছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী?

জেলের অ্যাম্বুল্যান্স করেই জ্যোতিপ্রিয়কে পিজির কার্ডিওলজির জরুরি বিভাগে আনা হয়।

Jyotipriya Mallick felt pain in chest, taken to SSKM Hospital
Published by: Paramita Paul
  • Posted:July 24, 2024 9:01 am
  • Updated:July 24, 2024 9:21 am

স্টাফ রিপোর্টার: বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মঙ্গলবার রাতে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সূত্রের খবর, এদিন রাতে জেল কর্তৃপক্ষের তরফে প্রাক্তন মন্ত্রীর শারীরিক অসুস্থতার কথা পিজি-কর্তৃপক্ষকে জানানো হয়।

এর পরে চিকিৎসকদের পরামর্শ মত জেলের অ্যাম্বুল্যান্স করেই জ্যোতিপ্রিয়কে পিজির কার্ডিওলজির জরুরি বিভাগে আনা হয়। সেখানে হৃদরোগ, মেডিসিন-সহ অন্যান্য বিভাগের চিকিৎসা করেন। কিছু প্রয়োজনীয় পরীক্ষাও করা হয়। সেই মত প্রয়োজনীয় ওষুধপত্র দেন চিকিৎসকেরা। তবে ভর্তির প্রয়োজন নেই জানিয়ে দেওয়ার পরে, রাতেই জ্যোতিপ্রিয়কে আবার জেলে ফেরত নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, পিজি-র মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা নির্দিষ্ট সময় অন্তর অন্যান্য বন্দিদের মত জ্যোতিপ্রিয়কেও জেলে গিয়ে নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা করেন।

Advertisement

[আরও পড়ুন: বাজেটে বেতনভুক কর্মীদের আয়কর স্বস্তি, নতুন কর কাঠামোয় বদল]

প্রসঙ্গত, গত বছর ইডির হেফাজতে যাওয়ার পরেই শারীরিক সমস্যার জন্য বনমন্ত্রী প্রেসিডেন্সি জেলে চিকিৎসকদের নজরদারিতে ছিলেন। এর পরে তাঁকে পিজি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছিল। রক্তচাপ অস্বাভাবিক হারে কমতে শুরু করে জ্য়োতিপ্রিয়র। এর পরে আর কাল বিলম্ব না করে তাঁকে আইসিসিইউতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। উল্লেখ্য, প্রাক্তন খাদ্যমন্ত্রীর কিডনি ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে। ফের এবার অসুস্থ হয়ে পড়লেন তিনি। 

Advertisement

[আরও পড়ুন: অশান্ত বাংলাদেশ থেকে দলে দলে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা, কী পড়তে যান তাঁরা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ