Advertisement
Advertisement
Jyotipriya Mallick

Jyotipriya Mallick: হঠাৎ শ্বাসকষ্ট জ্যোতিপ্রিয়র, জেলেই দেওয়া হল অক্সিজেন

এখন কেমন আছেন মন্ত্রী?

Jyotipriya Mallick fell sick in jail | Sangbad Pratidin

রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার জ্যোতিপ্রিয় মল্লিক। ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 17, 2023 1:00 pm
  • Updated:November 17, 2023 1:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলে আচমকা অসুস্থ রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। রাতে প্রেসিডেন্সি জেলেই তাঁকে অক্সিজেন দেওয়া হয়। তবে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি বলে জানা গিয়েছে। আপাতত স্থিতিশীল তিনি।

গ্রেপ্তারির পর থেকেই অসুস্থ রাজ্যের বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রথমদিন আদালতে পেশ করার সময়ই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি ভর্তি করা হয়েছিল তাঁকে হাসপাতালে। কয়েকদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পর ছুটি পান তিনি। বর্তমানে জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন প্রেসিডেন্সি জেলে। বৃহস্পতিবার রাতে সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরু হয় শ্বাসকষ্ট। স্বাভাবিকভাবেই তড়িঘড়ি তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। দেওয়া হয় অক্সিজেন। বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে সুস্থ হন মন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসরে থাকুন প্রধানমন্ত্রী, আর্জি নিয়ে দিল্লি গেলেন সুকান্ত]

প্রসঙ্গত, গ্রেপ্তারের পর থেকে বহুবার শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানিয়েছিলেন তাঁর হাত-পা ব্যথা। পক্ষাঘাতের আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। বৃহস্পতিবার ভারচুয়াল শুনানিতে আদালতেও অসুস্থতার কথা জানান মন্ত্রী। বলেন, “৩৫০ সুগার। হাত-পা কাজ করছে না। আমাকে বাঁচতে দিন।” এর পরই রাতে জেলে অসুস্থ হয়ে পড়েন তিনি।

[আরও পড়ুন: এবার ছাড়ার নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে প্ল্যাটফর্মে আসবে ট্রেন, যাত্রীদের সুবিধার্থে নয়া সিদ্ধান্ত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement