Advertisement
Advertisement

Breaking News

Jyotipriya Mallick

১৪ মাস পর জেলমুক্ত জ্যোতিপ্রিয়, গাড়িতে চেপে মেয়ের সঙ্গে বাড়ির পথে ‘বালু’

রেশন দুর্নীতি মামলায় বালুকে জামিন দিয়েছে বিশেষ ইডি আদালত।

Jyotipriya Mallick came out from Jail

বাড়ির পথে জ্যোতিপ্রিয় মল্লিক। নিজস্ব চিত্র

Published by: Paramita Paul
  • Posted:January 15, 2025 6:20 pm
  • Updated:January 15, 2025 6:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ মাস পর জেলমুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার রেশন দুর্নীতি মামলায় তাঁকে জামিন দিয়েছে বিশেষ ইডি আদালত। এরপর আইনি প্রক্রিয়া মিটিয়ে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রেসিডেন্সি জেলের বাইরে এলেন বালু। তবে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিনি।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী জামিন পাওয়ার খবর পেয়েই প্রেসিডেন্সি জেলের বাইরে ভিড় জমিয়েছিলেন তাঁর অনুগামীরা। এসেছিলেন মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকও। জামিনের আইনি প্রক্রিয়া মিটিয়ে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জেল থেকে বের হন বালু। পরতে সবুজ পাঞ্জাবা, সাদা পাজামা ও মাথায় কালো টুপি। আদালতের নির্দেশ মোতাবেক জেলের বাইরে কারোর সঙ্গে কথা বলেননি জ্যোতিপ্রিয়। নিজের আইনজীবী ও মেয়ের সঙ্গে বাড়ির পথে রওনা দেন।

Advertisement

সল্টলেকে বালুর বাড়ির বাইরেও অনুগামীরা ভিড় জমিয়েছিলেন। তাঁদের হাতে ছিল মালা। তবে বাড়ির সামনে নেমেও কারোর সঙ্গে কথা বলেননি। সোজা বাড়িতে ঢুকে যান। উল্লেখ্য, রেশন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ২০২৩ সালের ২৭ অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় একের পর এক অভিযুক্ত বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যরা আগেই জামিন পেয়েছেন। একা জ্যোতিপ্রিয়ই ছিলেন জেলে। আদালতে বালুর আইনজীবী বাকিবুর-শঙ্করের জামিনকে হাতিয়ার করে তাঁর মক্কেলের মুক্তির পক্ষে সওয়াল করেছেন। আজ জামিন পেলেন জ্যোতিপ্রিয়।

 তবে এই জামিন শর্তসাপেক্ষ। জেলমুক্তির পরও কয়েকটি বিষয় তাঁকে মেনে চলতে হবে।

  • তদন্তকারী আধিকারিকদের সহযোগিতা করতে হবে।
  • বিচারপ্রক্রিয়ায় নিয়মিত উপস্থিত থাকতে হবে।
  • সাক্ষীদের প্রভাবিত করা চলবে না।
  • পাসপোর্ট-ভিসা জমা রাখতে হবে।
  • আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement