Advertisement
Advertisement
Calcutta High Court

প্রধান বিচারপতি পাচ্ছে কলকাতা হাই কোর্ট, নাম ঘোষণা কলেজিয়ামের

আগামী মাসেই অবসর নেবেন বর্তমান প্রধান বিচারপতি।

Justice T S Sivagnanam to be Calcutta high court chief justice। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 10, 2023 11:36 am
  • Updated:February 10, 2023 11:36 am  

স্টাফ রিপোর্টার: কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি পদে আসতে চলেছেন বিচারপতি টি এস শিভাগানানাম। আগামী মাসে হাই কোর্টের বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অবসর নেবেন। তাঁর জায়গায় প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি শিভাগানানামকে নিযুক্ত করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। বৃহস্পতিবারই একটি বিজ্ঞপ্তি জারি করে কলেজিয়াম তাঁর নাম সুপারিশ করেছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতির কলেজিয়ামের তরফে পেশ করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩০ মার্চ বিচারপতি হিসাবে মেয়াদ শেষ হচ্ছে প্রধান বিচারপতি শ্রীবাস্তবের। এরপর ওই পদে বিচারপতি শিভাগানানাম দায়িত্ব নেবেন। তাঁর জন্ম তামিলনাড়ুতে। ১৯৮৬ সালে আইনজীবী হিসাবে তাঁর নাম নথিভুক্ত হয়।

Advertisement

[আরও পড়ুন: জামিন মিলল না নওশাদ সিদ্দিকীর, আরও ১৪ দিন কাটবে পুলিশ হেফাজতেই]

২৩ বছর আইনজীবী ছিলেন পে শিভাগানানাম। এরপর ২০১১ সালে স্থায়ী বিচারপতি হিসাবে তিনি শপথ নেন। এরপর ২০২১ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি। প্রধান বিচারপতির পরেই তিনি হাই কোর্টের দ্বিতীয় সিনিয়র বিচারপতি। ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর মেয়াদ। সেই মেয়াদ শেষের আগেই তিনি দায়িত্ব নিচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির।

[আরও পড়ুন: তৃণমূলে উত্তরবঙ্গের আরও এক বিধায়ক? অভিষেকের সভার আগে ঘর বাঁচাতে মরিয়া বিজেপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement