গোবিন্দ রায়: বিচারপতির কঠোর মানসিকতার জেরে সিদ্ধান্ত বদল বার অ্যাসোসিয়েশনের। বুধবারে সকালে আইনজীনীরা ঢুকলেন বিচারপতি মান্থার এজলাসে। অর্থাৎ উঠল বয়কট। আদালতকে আশ্বস্থ করে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেন, “আমি বারের সম্পাদক হিসেবে আশ্বস্থ করছি। আর কেউ বিচারে বাধা হয়ে দাঁড়াবে না।” বিচারপতি রাজাশেখর মান্থার অনুরোধ, “আদালতের সন্মান নষ্ট করবেন না।”
ঘটনার সূত্রপাত গত সোমবার। ওইদিন সকাল থেকে কলকাতা হাই কোর্টের (Calcutta HC) বিচারপতি মান্থার এজলাসে গেট আটকে বিক্ষোভে (Agitation) শামিল হন আইনজীবীদের একাংশ। তিনি এজলাসে এসেও বিক্ষোভের জেরে চলে যান। এদিকে, তাঁর বিরুদ্ধে আদালতের বাইরের দেওয়ালে পোস্টার দেখা যায়। তাতে বিচারপতি রাজাশেখর মান্থার ছবি দিয়ে ইংরাজিতে লেখা – “লজ্জা, বিচারব্যবস্থার নামে কলঙ্ক! কেউ আবার প্রশ্ন তুলেছেন – কোথায় আসল বিচার মিলবে?” মঙ্গলবার সকালে আদালত খোলার পরও আইনজীবীদের একাংশ বিচারপতি মান্থার এজলাস বয়কটে অনড় থেকে শুনানিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন। হাই কোর্টে বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার পড়ে। এমনকী যোধপুর পার্কে তাঁর বাসভবনেও পোস্টার পড়ে। আইনজীবীদের তাঁর এজলাসে যেতে বাধা দেওয়ারও অভিযোগ ওঠে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.