গোবিন্দ রায়: শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে গোটা রাজ্যে জোর শোরগোল। সিবিআইয়ের তদন্তের গতিতে বিরক্ত কলকাতা হাই কোর্ট। মঙ্গলবারই সিবিআইয়ের সিটের তদন্তকারী আধিকারিককে সরানোর নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সে প্রসঙ্গে বুধবার কলকাতা হাই কোর্টের থেকে তিন সপ্তাহ সময় চাইল সিবিআই। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরজিতে কান দিতে নারাজ বিচারপতি। গতকালের নির্দেশই কার্যকর থাকবে বলেই সাফ জানান তিনি।
সিবিআইয়ের সিটের তদন্তকারী আধিকারিককে সরানোর নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সে প্রসঙ্গে বুধবার সিবিআইয়ের আইনজীবী হাই কোর্টে আরজি জানান, “তিন সপ্তাহ পরে আমরা রিপোর্ট পেশ করব। তারপরে তদন্তকারী আধিকারিক সোমনাথ বিশ্বাসকে সরানোর নির্দেশ দেওয়া হোক।” বিচারপতি বলেন, “না, নির্দেশে পরিবর্তন হবে না।” আদালতের নির্দেশ অনুযায়ী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনজন আধিকারিকের নাম জমা দেয় সিবিআই। কিছুদিন পরে নতুন তদন্তকারী আধিকারিকের নাম জানাবে হাই কোর্ট।
উল্লেখ্য, ২০১৪ সালের টেটে ৫ শতাংশ অতিরিক্ত প্যানেলের তদন্তে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে সিট গড়েছিল সিবিআই। কিন্তু তদন্তের গতি শ্লথ হওয়ায় সিট ভেঙে দিয়েছিলেন বিচারপতি। নতুন করে গঠিত হয় সিট। তার ৭ মাসের মধ্যে ফের সিটের তদন্তকারী অফিসার বা আইও সোমনাথ বিশ্বাসকে মঙ্গলবারই সরিয়ে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)।
আদালতের নির্দেশ, তদন্তের কোনও কাজে ওই আইও যুক্ত থাকতে পারবেন না। তদন্তের কোনও ফাইল স্পর্শ করতে পারবেন না তদন্তকারী। সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ার গতি নিয়ে চূড়ান্ত বিরক্ত বিচারপতি। তাই সিটের আইওকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। তবে মঙ্গলবার সিবিআইয়ের আইনজীবী জানান, গাড়ি দুর্ঘটনার কারণে আসতে পারেননি আধিকারিকরা। এরপরই বুধবার নাম জানানোর নির্দেশ দেন বিচারপতি। আদালতের নির্দেশ অনুযায়ী বুধবার তিনজন আধিকারিকের নাম জমা দেয় সিবিআই। কয়েকদিনের মধ্যে নতুন তদন্তকারী আধিকারিকের নাম চূড়ান্ত করবে হাই কোর্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.