Advertisement
Advertisement
Calcutta High Court

হাই কোর্ট থেকে ধৃত দম্পতি, ‘কার নির্দেশে করলেন?’, সিআইডিকে ভর্ৎসনা বিচারপতির

১১৭ কোটি টাকা সাইবার অপরাধের অভিযোগে গ্রেপ্তার দম্পতি।

Justice Joy Sengupta slams CID after arrested two people from Calcutta High Court premises । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 24, 2023 5:54 pm
  • Updated:August 24, 2023 5:54 pm

গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানাতে আসা দম্পতিকে গ্রেপ্তার করল সিআইডি। কেন গ্রেপ্তার করা হল তাঁদের, তা নিয়ে বেজায় ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত। কার নির্দেশে এই কাজ করল সিআইডি, আগামিকাল কৈফিয়ত তলব করলেন তিনি।

কুণাল এবং নন্দিনী গুপ্তা নামে ওই দম্পতির বিরুদ্ধে ১১৭ কোটি টাকা সাইবার অপরাধের অভিযোগ রয়েছে। এই মামলাটির তদন্ত করছে সিআইডি। ইডিও তাঁদের তলব করে। আর তারপরই আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে হাজির হন দু’জনেই। আর সেই সুযোগেই তাঁদের গ্রেপ্তার করে সিআইডি। দুপুরে আদালতে শুনানির সময় বিচারপতি জয় সেনগুপ্তর কাছে গ্রেপ্তারির কথা জানান দম্পতির আইনজীবী। আর সেকথা শুনে সিআইডিকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি জয় সেনগুপ্ত। সিআইডি’র উদ্দেশে প্রশ্ন, “কার নির্দেশে সিআইডি এটা করল? রেজিস্ট্রার জেনারেলের অনুমতি নেওয়া হয়েছে? কোন সুপিরিওর নির্দেশ দিয়েছেন?” সিআইডি’র তরফে জানানো হয়, হাই কোর্টের পশ্চিম গেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের ভিতর থেকে না।

Advertisement

[আরও পড়ুন: কম খরচে ‘ব্লকবাস্টার’ চন্দ্রযান, ৭০০ কোটিতেও ডাহা ফেল! শিক্ষা নিন’ কটাক্ষের শিকার ‘আদিপুরুষ’]

বিচারপতি বলেন, “বৃহস্পতিবার সকালে এই আদালতের নির্দেশে তাঁরা হলফনামা দেন। তারপরে যদি অন্য এজেন্সি তাঁদের তুলে নিয়ে যায়, সেটা নিয়ে ভাবতে হবে। কেন রুল ইস্যু করব না? এতদিন সিআইডি কী করেছে? আমি প্রধান বিচারপতি সঙ্গে আজই কথা বলব। না হলে এই প্রবণতা চলবেই। দরকারে নির্দেশিকা তৈরি করব। ইচ্ছে হলে গ্রেপ্তার করুন। ইচ্ছে হলে আগামিকাল গ্রেপ্তার করুন। যা খুশি করুন। কাল সকালে এই মামলায় প্রয়োজনীয় নির্দেশ দেব। তারপরে যা বোঝার বুঝবেন। আগে এই মামলার শুনানি সোমবার ধার্য হয়েছিল। হাই কোর্টের নির্দেশে একজন হলফনামা সই করতে আসলেন আর সিআইডি হামলে পড়ে তাঁকে তুলে নিল। এই বিষয়টা যদি গ্রাহ্য করা হয়, তাহলে ভবিষ্যতে ভয়ংকর ঘটনা ঘটবে।” শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি।

[আরও পড়ুন: গলায় বাঁশি আটকে বিপাকে ৮ বছরের শিশু, রক্ষা করলেন মেডিক্যালের চিকিৎসকরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement