Advertisement
Advertisement

Breaking News

Jogesh Chandra College

‘মস্তানি করবেন না’, যোগেশচন্দ্র কলেজের প্রাক্তন ৫ ছাত্রকে হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আগামী ৬ মাস কলেজের ত্রিসীমানায় না আসার হুঁশিয়ারি বিচারপতির।

Justice Ganguly warns 5 former students of Jogesh Chandra College । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 9, 2023 3:36 pm
  • Updated:October 9, 2023 5:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “মস্তানি করবেন না, দিনকাল খুব খারাপ। বাড়িতে থাকতে চান না অন্য কোথাও পাঠাব? আগামী ৬ মাস যেন কলেজের ত্রিসীমানায় না দেখি”, যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের প্রাক্তন ৫ ছাত্রকে হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

যোগেশচন্দ্র ল’ কলেজের অধ্যক্ষ এবং অধ্যাপকের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন এক ছাত্র। তাঁকে আবার ৫ প্রাক্তন ছাত্র হুমকি দিচ্ছে বলে অভিযোগ ওঠে। সেকথা শোনার পর বিচারপতি গঙ্গোপাধ্যায় কলকাতা পুলিশের কমিশনার এবং চারুমার্কেট থানাকে প্রাক্তন ৫ ছাত্রকে এজলাসে পেশের নির্দেশ দেন। এই নির্দেশের পর সোমবার কলকাতা হাই কোর্টে হাজির করা হয় ওই পাঁচ ছাত্রকে।

Advertisement

[আরও পড়ুন: পুজোর মুখে অস্ত্রপাচারের পর্দাফাঁস, হাতেনাতে গ্রেপ্তার ৪ দুষ্কৃতী]

প্রাক্তন পড়ুয়াদের রীতিমতো হুঁশিয়ারি দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওই ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, “মস্তানি করবেন না, দিনকাল খুব খারাপ। বাড়িতে থাকতে চান না অন্য কোথাও পাঠাব?” আগামী ৬ মাস যেন তাদের কলেজের ত্রিসীমানায় না দেখা যায়, সে হুঁশিয়ারিও দেন বিচারপতি।

[আরও পড়ুন: কৌস্তভের পাশে শুভেন্দু! ধরনা আবহে পুজোর আগেই ঘর ভাঙছে কংগ্রেসের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement