Advertisement
Advertisement

Breaking News

Justice Ganguly

‘নির্দেশ মানার ইচ্ছা আছে?’, সিবিআইয়ের অভিযোগে মুখ্যসচিবকে তোপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আলিপুরদুয়ারের মহিলা ঋণদানকারী সমিতি মামলা প্রসঙ্গে একথা বলেন বিচারপতি।

Justice Ganguly slams Chief Secretary on Alipurduar women samiti case । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 18, 2023 4:55 pm
  • Updated:December 18, 2023 5:01 pm

গোবিন্দ রায়: আলিপুরদুয়ারের মহিলা ঋণদানকারী সমিতি মামলায় আরও কড়া কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। “আদালতের নির্দেশ মানার ইচ্ছা আছে? রয়েছে কিনা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জানান”, মুখ্যসচিবকে প্রশ্ন বিচারপতির। মঙ্গলবার বিকাল তিনটের মধ্যে হলফনামা জমার নির্দেশ তাঁর।

আলিপুরদুয়ারের মহিলা ঋণদানকারী সমিতির দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাই কোর্ট বলার পরেও সিবিআই তদন্তের নির্দেশ কার্যকর প্রথমে হয়নি বলেই অভিযোগ। সিআইডি মামলার নথি হস্তান্তর করেনি বলেই জানায় সিবিআই। পরিবর্তে আগের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করে সিআইডি। তাতে চরম বিরক্তও হয়েছিলেন বিচারপতি। কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখে।

Advertisement

[আরও পড়ুন: মদ্যপের হাতে গাড়ি নয়, বর্ষশেষে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ রুখতে কড়া ব্যবস্থা]

এছাড়া সিবিআইয়ের উপর মামলার চাপ তৈরি হওয়ায় রাজ্যের ১০ জন পুলিশ অফিসারকে ডেপুটেশন দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। একইসঙ্গে আদালত জানায়, ওই মামলার তদন্তে উত্তরবঙ্গে থাকা এবং যাতায়াতের বন্দোবস্ত করতে হবে রাজ্যকে। তদন্তের স্বার্থে ওই মামলায় রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেন বিচারপতি। হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল নির্দেশনামা মুখ্যসচিবের অফিসে পাঠান। প্রথমে ৩ নভেম্বর এবং পরে ৭ ডিসেম্বর আদালতের নির্দেশ জানানো হয়। সোমবারের শুনানিতে সিবিআই জানায় এখনও রাজ্যের তরফে কোনও ব্যবস্থা করা হয়নি। এর পরই মুখ্যসচিবকে কড়া বার্তা দেন বিচারপতি। হলফনামা জমার ডেডলাইন বেঁধে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বলেন, “আদালতের নির্দেশ মানার ইচ্ছা আছে? রয়েছে কিনা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জানান।” 

[আরও পড়ুন: করোনার দাপটে দেশে একদিনেই মৃত ৫, ভয় ধরাচ্ছে নয়া ভ্যারিয়েন্ট, সতর্কবার্তা WHO-র]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement