Advertisement
Advertisement

Breaking News

Justice Ganguly orders to cancel 842 recruitment in Group C and Group D

এসএসসি গ্রুপ ডি’র পর গ্রুপ সি, ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

শনিবার বেলা ৩টের মধ্যে নিয়োগপত্র বাতিল করবে মধ্যশিক্ষা পর্ষদ।

Justice Ganguly orders to cancel 842 recruitment in Group C and Group D
Published by: Sayani Sen
  • Posted:March 10, 2023 4:17 pm
  • Updated:March 10, 2023 5:44 pm  

গোবিন্দ রায়: এসএসসি গ্রুপ ডি’র পর গ্রুপ সি। এবার মোট ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার বেলা ১২টার মধ্যে সুপারিশপত্র বাতিল করবে স্কুল সার্ভিস কমিশন। দুপুর ৩টের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদকে নিয়োগপত্র বাতিলের নির্দেশ।

সুপারিশপত্র ছাড়াই এসএসসি গ্রুপ সি’র ৫৭ জনের চাকরি নিয়ে শুক্রবারই বিস্ময়প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাই কোর্টের নির্দেশের ঘণ্টাদুয়েকের মধ্যেই তালিকা প্রকাশ করে এসএসসি। ওই ৫৭ জনকে কমিশন সুপারিশপত্র দেয়নি বলে হলফনামা দিয়ে আদালতে জানায়। এই মামলার শুনানি চলাকালীন ৫৭ জন-সহ মোট ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, গত ২০১৬ সালে গ্রুপ সি’তে মোট ২০৩৭ জনকে নিয়োগ করা হয়। তাঁদের মধ্যে ৭৮৫ জনের চাকরি বাতিল।

Advertisement

আদালতের নির্দেশ অনুযায়ী শনিবার বেলা ১২টার মধ্যে তাঁদের সুপারিশপত্র বাতিল করবে স্কুল সার্ভিস কমিশন। দুপুর ৩টের মধ্যে নিয়োগপত্র বাতিল করতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে। বিচারপতির নির্দেশ অনুযায়ী, সদ্য চাকরিহারা ৮৪২ জনের কেউই আর স্কুলে ঢুকতে পারবেন না। স্কুলের কোনও জিনিসে তাঁরা হাত দিতে পারবেন না। শুক্রবার থেকে তাঁদের বেতনও বন্ধ। বেতন ফেরতের বিষয় নিয়ে পরে আদালত সিদ্ধান্ত নেবে।

[আরও পড়ুন: থাকছেন এসি ঘরে, খাচ্ছেন বার্গার! ইডি হেফাজতেও ‘জামাই আদর’ অনুব্রতকে]

মামলার শুনানি চলাকালীন স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশও করেন বিচারপতি। তিনি বলেন, “কমিশনের মধ্যে থাকা ব্যক্তিদের কারণেই এই দুর্নীতি হয়েছে। শিক্ষাদপ্তরের কর্তারাও জড়িত। তারা দুর্নীতির ফল পেয়েছেন। দুর্নীতি করে যারা চাকরি পেয়েছেন, তারাও দায় এড়াতে পারেন না। এই দুর্নীতির জন্য আজকে যোগ্য প্রার্থীরা যন্ত্রণা নিয়ে রাস্তায় বসে আছেন। ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের চাকরি চুরি করা হয়েছে।”

আগামী ১৬ মার্চের মধ্যে গ্রুপ সি-তে চাকরি পাওয়া সব ব্যক্তির নিয়োগপত্র স্কুল সার্ভিস কমিশনকে পাঠাবে মধ্যশিক্ষা পর্ষদ। ২৭ মার্চের মধ্যে তা খতিয়ে দেখবে কমিশন। ২৯ মার্চ মামলার পরবর্তী শুনানি। মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধেও এদিন ক্ষোভ উগরে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “সব কাজ কমিশন করলে পর্ষদ কী করবে? আপনারা খুঁজে বের করতে পারছেন না? আপনারা সব থেকে অদক্ষ। আপনারা নড়ে ঘাস খান না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খান।” এই শূন্যপদে আগামী ১০ দিনের মধ্যে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগের নির্দেশ বিচারপতির।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: অত্যন্ত দুঃখের ঘটনা, অজি প্রধানমন্ত্রীর সামনেই অস্ট্রেলিয়ায় মন্দির ভাঙার নিন্দা মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement