সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের SSC-কে সতর্ক করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এবার গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের ওয়েটিং লিস্ট নিয়ে সতর্ক করা হল স্কুল সার্ভিস কমিশনকে। ওয়েটিং লিস্ট গঙ্গাজলের মতো শুদ্ধ নয় বলেই পর্যবেক্ষণ বিচারপতি বসুর।
সদ্যই গ্রুপ ডি’র ১৯১১ জনের চাকরি বাতিল করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই কর্মীদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। শূন্যপদে ওয়েটিং লিস্টে থাকা যোগ্য প্রার্থীদের নিয়োগের কথাও বলেছেন। যদিও হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরিচ্যুতরা। সেখানে স্থগিতাদেশ জারি করা হয়েছে। হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও যান চাকরিচ্যুত গ্রুপ ডি কর্মীরা। সেখানেও মামলার নিষ্পত্তি হয়নি।
তারই মাঝে শূন্যস্থানে কর্মী নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনকে আরও একবার সতর্ক করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ওয়েটিং লিস্টের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। মঙ্গলবার SSC’র উদ্দেশে বিচারপতি বসু বলেন, “গ্রুপ ডি কর্মী নিয়োগের ওয়েটিং লিস্ট রয়েছে, তা গঙ্গাজলের মতো স্বচ্ছ নয়। এটা মনে রাখতে হবে। নিয়োগের সময় এসএসসিকে আরও সতর্ক থাকতে হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.