Advertisement
Advertisement
Justice Abhijit Ganguly

‘নির্দ্বিধায় বাংলা বলুন’, হাই কোর্টে আইনজীবীদের বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

ভাষা শহিদ দিবসের কথা আইনজীবীদের মনে করালেন বিচারপতি।

Justice Abhijit Ganguly speaks about using Bengali in courtroom । Sangbad Pratidin

ফাইল চিত্র

Published by: Sayani Sen
  • Posted:January 19, 2024 2:13 pm
  • Updated:January 19, 2024 4:07 pm  

গোবিন্দ রায়: মাতৃভাষায় কথা বলার জন্য জিভ কাটার দরকার নেই। নির্দ্বিধায় আদালতে বাংলা ভাষায় কথা বলতে পারেন। বৃহস্পতিবার দিনভর বাংলায় শুনানি পর্ব চালিয়ে কলকাতা হাই কোর্টের আইনজীবী থেকে বিচারপ্রার্থী, এমনকী বৃহত্তর এই বিচারব্যবস্থাকে এমনই বার্তা দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Justice Abhijit Ganguly)। মনে করালেন ‘ভাষা শহিদ দিবসে’র কথা।

বললেন, ‘‘বাংলা বলতে গিয়ে যদি জিভ কাটতে হয়, তাহলে ২১ ফেব্রুয়ারিই অর্থহীন।’’ শুধু এদিনই নয়, এবার থেকে তিনি বাংলাতেই শুনানি করবেন বলে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন বিচারপতি নিজে সারাদিন বাংলায় কথা বলেন, অন্যদেরও বলতে উৎসাহ দেন। কখনও আবার নিজেই জানতে চান, ‘রিপ্লাই’ শব্দটাকে কি ‘জবাবি হলফনামা’ বলা যায়? বিচারপতিকে ‘মাই লর্ড’ না বলে হুজুর বলেও সম্বোধন করেন অনেকে। এই বাংলা ভাষায় শুনানি করতে এদিন এজলাসে উপস্থিত প্রত্যেক আইনজীবীকে আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘যৌনসুখ ঈশ্বরের উপহার’, ভ্যাটিকানে বললেন পোপ ফ্রান্সিস]

এর কারণ হিসাবে তিনি বলেন, ‘‘আমার এজলাসে অনেক বিচারপ্রার্থী ও আইনজীবী, বহু মানুষ আসেন দেখেছি তাঁরা ইংরেজি সওয়াল-জবাব ঠিক বোঝেন না। আমি লক্ষ করেছি, এখানে অনেকে এসে বাংলায় কথা বলেছেন বলে জিভ কেটেছেন। কোনও আবেদনকারী এসে যদিও বলেননি তিনি ইংরাজিতে কথাবার্তা বুঝতে পারছেন না! তাঁর বিচার সম্পর্কে জানার অধিকার তাঁর আছে।’’ তবে যাঁরা ইংরাজিতে সওয়াল করতে চান তাঁদের জন্য ইংরাজিতে সওয়াল হবে বলেও জানিয়েছে আদালত। এদিন মামলার শুনানির শুরুতেই এই সিদ্ধান্তের কথা জানান বিচারপতি। একটি মামলা শুনতে গিয়ে এক আইনজীবী বাংলায় কথা বলেন। পরে ক্ষমা চেয়ে ফের ইংরাজিতে সওয়াল শুরু করেন তিনি।

তার প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, বাংলাতেই বলুন। সারাদিন বাংলায় কথা বলবেন তিনি। বলেন, ‘‘সুপ্রিম কোর্ট উত্তর চাইলে তার উত্তর দেব। আদালতকে আমাদের মানুষের কাছে নিয়ে যেতে হবে।’’ বিচারপতির মতে, আসলে সেই ব্রিটিশ আমলের ছায়া আজও রয়ে গিয়েছে আদালতে। মামলাকারী-সহ আদালতে উপস্থিত সাধারণ মানুষের কাছে অনেক সময়ই তা বোধগম্য হয় না। তাই মাতৃভাষায় শুনানির কথা আগেই বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

[আরও পড়ুন: মাওবাদীদের নয়া বঙ্গ ব্রিগেডে কারা? রাজ্য পুলিশের হাতে চার নাম]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement