গোবিন্দ রায়: নজিরবিহীন ঘটনা কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে। এজলাসে বসে স্মার্টফোনে QR কোড স্ক্যান করে জয়েন্টের ছাত্রের জালিয়াতি হাতেনাতে ধরে ফেললেন বিচারপতি।
বিচারপতি চন্দ নিজের এবং আইনজীবীর দু’টি স্মার্টফোন থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার উত্তরপত্রের QR কোড স্ক্যান করেন। তারপরই জালিয়াতির পর্দা ফাঁস হয়ে যায়। তিনি জানতে পারেন, অভিযুক্ত ছাত্র জয়েন্টের ফল সংক্রান্ত যাবতীয় নথি ডাউনলোড করে জাল করেছেন। কিন্তু ধরা পড়ে গিয়েছেন অন্য জায়গায়। বোর্ডের তরফে দেওয়া QR কোড জাল করতে পারেননি তিনি। বিচারপতি কৌশিক চন্দের লাগাতার প্রশ্নবাণে নিজের দোষ স্বীকারও করেন অভিযুক্ত।
চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসা ছাত্রের দাবি ছিল, ফলপ্রকাশের পর প্রথমবার জয়েন্টের অফিশিয়াল ওয়েবসাইটে দেখেন, তাঁর GMR বা General Merit Rank ছিল ১৬। অন্যদিকে Pharmacy Merit Rank ছিল ২৪১। তবে পরে আবার ক্রমতালিকা যাচাই করতে গেলে দেখেন GMR ও PMR-এ অনেকটাই পিছিয়ে পড়েছেন তিনি। দুই পরীক্ষার ফলে যথাক্রমে ১৪৩৯ এবং ৩২৮৫ নম্বরে রয়েছেন তিনি।
এরপরই আদালতের দ্বারস্থ হন ওই ছাত্র। তবে QR কোড স্ক্যান করে বিচারপতি ও আইনজীবী জানতে পারেন ওই ছাত্র দ্বিতীয়বার যে র্যাঙ্ক দেখেছিলেন, সেটাই ঠিক। র্যাঙ্ক সংক্রান্ত নথি জালিয়াতি করেই বিচার চাইতে এসেছিলেন তিনি। এরপরই মামলা খারিজ করে বিচারপতি চন্দ জানান, ছাত্র হওয়ায় তাঁর তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না। তবে ভবিষ্যতে যাতে এহেন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তা নিয়েও ছাত্রকে পরামর্শ দেন বিচারপতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.