Advertisement
Advertisement
Justice Abhijit Ganguly

এজলাসে বসেই QR কোড স্ক্যান করে জয়েন্টের ছাত্রকে ধরলেন হাই কোর্টের বিচারপতি

ঠিক কী দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই পড়ুয়া?

Justice Abhijit Ganguly scanned the QR code in Court to identify fraud | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 28, 2023 1:28 pm
  • Updated:June 28, 2023 6:29 pm  

গোবিন্দ রায়: নজিরবিহীন ঘটনা কলকাতা হাই কোর্টের বিচারপতি  কৌশিক চন্দের এজলাসে। এজলাসে বসে স্মার্টফোনে QR কোড স্ক্যান করে জয়েন্টের ছাত্রের জালিয়াতি হাতেনাতে ধরে ফেললেন বিচারপতি।

বিচারপতি চন্দ নিজের এবং আইনজীবীর দু’টি স্মার্টফোন থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার উত্তরপত্রের QR কোড স্ক্যান করেন। তারপরই জালিয়াতির পর্দা ফাঁস হয়ে যায়। তিনি জানতে পারেন, অভিযুক্ত ছাত্র জয়েন্টের ফল সংক্রান্ত যাবতীয় নথি ডাউনলোড করে জাল করেছেন। কিন্তু ধরা পড়ে গিয়েছেন অন্য জায়গায়। বোর্ডের তরফে দেওয়া QR কোড জাল করতে পারেননি তিনি। বিচারপতি কৌশিক চন্দের লাগাতার প্রশ্নবাণে নিজের দোষ স্বীকারও করেন অভিযুক্ত।

Advertisement

[আরও পড়ুন: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রবল বিক্ষোভের মুখে রাজ্যপাল, দেখানো হল কালো পতাকা, উঠল ‘গো ব্যাক’ স্লোগান]

চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসা ছাত্রের দাবি ছিল, ফলপ্রকাশের পর প্রথমবার জয়েন্টের অফিশিয়াল ওয়েবসাইটে দেখেন, তাঁর GMR বা General Merit Rank ছিল ১৬। অন্যদিকে Pharmacy Merit Rank ছিল ২৪১। তবে পরে আবার ক্রমতালিকা যাচাই করতে গেলে দেখেন GMR ও PMR-এ অনেকটাই পিছিয়ে পড়েছেন তিনি। দুই পরীক্ষার ফলে যথাক্রমে ১৪৩৯ এবং ৩২৮৫ নম্বরে রয়েছেন তিনি।

এরপরই আদালতের দ্বারস্থ হন ওই ছাত্র। তবে QR কোড স্ক্যান করে বিচারপতি ও আইনজীবী জানতে পারেন ওই ছাত্র দ্বিতীয়বার যে র‌্যাঙ্ক দেখেছিলেন, সেটাই ঠিক। র‌্যাঙ্ক সংক্রান্ত নথি জালিয়াতি করেই বিচার চাইতে এসেছিলেন তিনি। এরপরই মামলা খারিজ করে বিচারপতি চন্দ জানান, ছাত্র হওয়ায় তাঁর তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না। তবে ভবিষ্যতে যাতে এহেন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তা নিয়েও ছাত্রকে পরামর্শ দেন বিচারপতি।

[আরও পড়ুন: মাটির মানুষ, গ্যারেজে ঢুকে বাইক মেরামত করলেন রাহুল গান্ধী! নিমেষে ভিডিও ভাইরাল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement