Advertisement
Advertisement
Justice Abhijit Ganguly

‘রাজ্যে এবার একাধিক CBI থানা দরকার’, মন্তব্য ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

জলপাইগুড়ির মহিলা ঋণদান সমিতিতে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলা শুনানিতে এই মন্তব্য তাঁর।

Justice Abhijit Ganguly claims more than one CBI police station for smooth legal process
Published by: Sucheta Sengupta
  • Posted:December 21, 2023 4:36 pm
  • Updated:December 21, 2023 8:16 pm

গোবিন্দ রায়: রাজ্য সহযোগিতা করেনি। রাজ্যে এবার সিবিআই থানা চায় কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। বৃহস্পতিবার জলপাইগুড়ির মহিলা ঋণদান সমিতিতে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলা শুনানিতে এবার এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর মন্তব্য, রাজ্যে এবার CBI থানার প্রয়োজন রয়েছে। অন্তত চার-পাঁচটি সিবিআই থানা গঠনের প্রয়োজন রয়েছে।

জলপাইগুড়ির (Jalpaiguri) মহিলা ঋণদান সমিতিতে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় রাজ্যের তরফে হলফনামা দিয়ে জানানো হয়, সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। সেখানেও ধাক্কা খেয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয়। সে কারণেই সিঙ্গল বেঞ্চের নির্দেশ মানা হয়নি। এবার তারা সিঙ্গল বেঞ্চের নির্দেশ মানবেন। তার প্রেক্ষিতেই উষ্মাপ্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)।

Advertisement

[আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দাউদাউ আগুনে আতঙ্ক ছড়াল কেষ্টপুরের বাজারে]

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ইন্সপেক্টর, কনস্টেবল সবাইকে নিয়ে থানা তৈরি করার সময় এসেছে। তাঁর আরও মন্তব্য, ”নতুন নতুন দুর্নীতির অভিযোগ আসছে। রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠছে। মানুষ পুলিশ, আদালতে ঘুরে ঘুরে হয়রান হচ্ছেন। তবু অভিযোগ গ্রহণ করা হচ্ছে না।”

[আরও পড়ুন: ‘কাজ করতে গেলে মাথা গরম হয়…’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাদ মিটল আইনজীবীদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement