গোবিন্দ রায়: বিচারপতি হিসেবে তাঁর নাম এখন সর্বজনবিদিত। শিক্ষা দুর্নীতি প্রকাশ্যে আসার পর বঞ্চিত চাকরিপ্রার্থীদের ‘ভগবান’ হয়ে উঠেছেন তিনি। তবে এর বাইরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)কাব্যচর্চাও করেছেন। লিখে ফেলেছেন একটি কবিতার বইও। নিজেই জানালেন, আসন্ন বইমেলা (Kolkata Book Fair) প্রকাশিত হচ্ছে তাঁর কবিতার বই। তবে বইয়ের নাম, তা কোন স্টলে পাওয়া যাবে, এসব বিষয়ে কোনও তথ্য দিতে চাননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওয়াকিবহাল মহলের মত, তাঁর মতো তাঁর লেখা বইও যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠবে। আগামী ১৮ তারিখ থেকে বইমেলা। সেখানেই প্রকাশিত হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কবিতার বই।
বাংলা (Bengali) ভাষায় আইনি সওয়াল নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, তাঁর এজলাসে বাংলায় কেউ মামলা দায়ের করলে তিনি গ্রহণ করেন। বাংলায় সওয়াল-জবাব কিংবা নির্দেশনামা নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। বাংলা ভাষাকে এভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে বলে তিনি সওয়াল করেন। এমনকী এই প্রয়াসের জন্যই তাঁর কাব্যচর্চা বলে জানান তিনি। আর এই প্রসঙ্গেই নিজের কবিতার বই প্রকাশের সুখবরটি জানান।
আগের বছর কলকাতা বইমেলায় একদিন গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মার্কসবাদী (Marxist) স্টলগুলিতে ঘুরে বেড়িয়ে নানা বই কিনেছিলেন। তখনই বোঝা গিয়েছিল, সাহিত্যপ্রীতি রয়েছে তাঁর। এবং রাজনৈতিক অবস্থানও মোটের উপর স্পষ্ট হয়ে গিয়েছিল। এবার নিজের কবিতার বই প্রকাশ করে সাহিত্য জগতে অংশগ্রহণ করছেন। বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের বই কিনতে আগ্রহী অনেকেই। আর কবিতার বই কতটা জনপ্রিয় হবে, তা স্পষ্ট হবে বইমেলার পরই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.